ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ক্রিকেট

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে মিরাজ, থাকছেন না নেদারল্যান্ডস সিরিজে 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, আগস্ট ১৯, ২০২৫
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে মিরাজ, থাকছেন না নেদারল্যান্ডস সিরিজে 

এশিয়া কাপে পূর্ণ প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নামার কথা ছিল তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। প্রাথমিক দলে থাকলেও শেষ মুহূর্তে মিরাজ বোর্ডের কাছে ১৫ দিনের ছুটির আবেদন করেন সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে।

 

এখনও বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা হয়নি। মিরাজের অনুপস্থিতিতে কে জায়গা দখল করবেন, তা নিয়েও রয়েছে জল্পনা-কল্পনা।  

আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পৌঁছাবে নেদারল্যান্ডস। সিলেটে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। ৩০ আগস্ট প্রথম টি-টোয়েন্টি দিয়ে, ১ ও ৩ সেপ্টেম্বর বাকি দুটি ম্যাচ। বাংলাদেশ দল ইতোমধ্যেই নিজেদের প্রস্তুত করছে। অনুশীলন চালিয়ে যাচ্ছে তারা।  

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।