ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

মানসিকতার পরিবর্তনেই সাফল্য, বললেন রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, অক্টোবর ৮, ২০২৫
মানসিকতার পরিবর্তনেই সাফল্য, বললেন রোহিত শর্মা ছবি: সংগৃহীত

টানা হতাশা থেকে বিশ্বজয়ের গল্প। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এবং চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ জয় ছিল রোহিত শর্মার অধিনায়কত্বের সোনালি অধ্যায়।

২০২২ সালে বিরাট কোহলির জায়গায় সব ফরম্যাটের অধিনায়ক হন তিনি। তার সঙ্গে দায়িত্ব নেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়, যিনি রবি শাস্ত্রীর উত্তরসূরি হিসেবে দায়িত্বে আসেন ২০২১ সালের ব্যর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর।

সম্প্রতি এক অনুষ্ঠানে রোহিত জানিয়েছেন, একের পর এক ব্যর্থতার পর ভারতীয় দল নিজেদের চিন্তাধারায় পরিবর্তন আনে। মানসিকতার সেই বদলই এনে দেয় সাফল্য। রোহিত বলেন, ‘এটা এক বা দুই বছরের কাজ ছিল না। আমরা একাধিকবার খুব কাছাকাছি গিয়েও ট্রফি জিততে পারিনি। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল এবং ২০১৬ সালের সেমিফাইনাল, দুইবারই ভাগ্য আমাদের পক্ষে ছিল না। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নিই কিছু আলাদা করতে হবে। এক-দুজন খেলোয়াড় দিয়ে এটা সম্ভব না, পুরো দলের বিশ্বাস দরকার। সবার সেই মানসিকতা তৈরি হওয়াটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। ’

রোহিত আরও বলেন, ‘সেটা আমাদের জন্য এবং রাহুল দ্রাবিড়ের জন্য অনেক সহজ করে দিয়েছিল। আমরা যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফির পরিকল্পনা করছিলাম, দলের সেই সম্মিলিত মানসিকতা ছিল মূল শক্তি। ’

রোহিত শর্মা সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্তে ওয়ানডে দলের নেতৃত্ব হারিয়েছেন। তবে ব্যাট হাতে এখনো তিনি ভারতের অন্যতম সেরা। আগামী ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে আবারও মাঠে ফিরবেন তিনি।

অভিজ্ঞ এই ব্যাটার এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ২৭৩ ম্যাচে ১১ হাজার ১৬৮ রান করেছেন ৪৮.৭৬ গড় ও ৯২.৮০ স্ট্রাইক রেটে। তার নামের পাশে রয়েছে ৩২টি সেঞ্চুরি ও ৫৮টি হাফসেঞ্চুরি। ভারতের হয়ে ওয়ানডেতে চতুর্থ সর্বোচ্চ রান তার দখলে।

অস্ট্রেলিয়ার মাটিতেও রোহিতের রেকর্ড উজ্জ্বল। ৩০ ম্যাচে করেছেন ১ হাজার ৩২৮ রান, গড় ৫৩.১২ এবং স্ট্রাইক রেট ৯০-এর বেশি। সেখানে তার পাঁচটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরি রয়েছে, সর্বোচ্চ ইনিংস ১৭১ অপরাজিত।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।