ঢাকা, শুক্রবার, ৮ কার্তিক ১৪৩২, ২৪ অক্টোবর ২০২৫, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

উইকেটের আচরণ আমাদের প্রত্যাশা অনুযায়ী ছিল না: স্যামি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৯, অক্টোবর ২৩, ২০২৫
উইকেটের আচরণ আমাদের প্রত্যাশা অনুযায়ী ছিল না: স্যামি

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর হতাশা ঝরে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামির কণ্ঠে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি স্বীকার করেছেন, উইকেটের আচরণ তাদের প্রত্যাশার সঙ্গে মেলেনি, তবে বাংলাদেশ দল সব বিভাগেই তাদের চেয়ে ভালো খেলেছে।

স্যামি বলেন, ‘উইকেটের আচরণ আসলে আমাদের প্রত্যাশা অনুযায়ী ছিল না। পাওয়ারপ্লেতে আমরা ব্যাটিংয়ে পিছিয়ে পড়েছি, যেখান থেকে ম্যাচে ফিরে আসা কঠিন হয়ে যায়। ’

বাংলাদেশ দুর্দান্ত খেলেই সিরিজ জয় পেয়েছে। বাংলাদেশকে বাহবা দিতেও ভোলেননি এই সাবেক ক্রিকেটার। তিনি বলেন, ‘বাংলাদেশ তিন বিভাগেই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং আমাদের চেয়ে ভালো পারফর্ম করেছে। তারা আমাদের চেয়ে ভালো দল হিসেবেই জিতেছে। ’

বাংলাদেশের বিপক্ষে এমন পারফরম্যান্সকে শিক্ষা হিসেবে নিতে চান ক্যারিবিয়ান কোচ। তিনি বলেন, ‘আমাদের ভুলগুলো চিহ্নিত করতে হবে এবং সামনে আরও শক্তভাবে ফিরতে হবে। ’

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।