টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে আজ ওয়ানডে মিশনে নামছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচেই টস ভাগ্য এসেছে বাংলাদেশের দিকেই।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ অভিষেক হবে টি-টোয়েন্টিতে আলো ছড়ানো ব্যাটার সাইফ হাসানের। ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে খেলতে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিউল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোট, এ এম গানজাফর ও বশির আহমাদ।
আরইউ