ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

হৃদয়ের পর মিরাজের ফিফটি, দেড়শ ছাড়াল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩১, অক্টোবর ৮, ২০২৫
হৃদয়ের পর মিরাজের ফিফটি, দেড়শ ছাড়াল বাংলাদেশ ছবি: সংগৃহীত

অভিষেক ম্যাচে ওপেনিংয়ে নেমেছেন সাইফ হাসান। চেষ্টাও করেছেন ইনিংস লম্বা করার।

কিন্তু পারেননি। এর আগে অবশ্য বিদায় নেন তানজিদ হাসান তামিম। বরবরের মতো এইবারও ব্যর্থ হন নাজমুল হোসেন শান্ত। দ্রুত ৩ উইকেট হারানো বাংলাদেশকে পথ দেখান মেহেদি হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়। ফিফটি হাঁকিয়ে রান বাড়াচ্ছেন তারা।  

টস জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা হয় তানজিদ হাসান তামিমকে হারিয়ে। চতুর্থ ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের বল তার ব্যাটে লেগে চলে যায় রহমানউল্লাহ গুরবাজের গ্লাভসে। ১০ রানে ফেরেন টাইগার ওপেনার। তিনে নেমে আজও ব্যর্থ হন শান্ত। ৫ বলে ২ রান করে ওমরজাইয়ের শিকার হন তিনি।  

অভিষেক ম্যাচে খেলতে নেমে লড়াই চালাতে থাকেন সাইফ। তবে খারোটে সেটি করতে দেননি। তার বল লং অফে শট নিতে গিয়ে রশিদ খানের তালুবন্দি হন সাইফ। ফেরেন ৩৭ বলে ২৬ রান করে। এরপর দারুণ জুটি গড়েন মিরাজ ও হৃদয়। দুজনের জুটি একশ পার করেছে ইতোমধ্যে। ৭৫ বলে ফিফটি পূর্ণ করেন হৃদয়। আর মিরাজের লাগে ৭৪ বল। তাদের জুটিতে দেড়শ পার হয়েছে দলীয় সংগ্রহ।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৩ রান।  

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।