ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

আফগানদের বিপক্ষে ৪০-৫০ রানের আক্ষেপ হৃদয়ের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৯, অক্টোবর ৯, ২০২৫
আফগানদের বিপক্ষে ৪০-৫০ রানের আক্ষেপ হৃদয়ের সংবাদ সম্মেলনে কথা বলছেন তাওহীদ হৃদয়

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ফিফটি করেও দলকে জেতাতে পারেননি তাওহীদ হৃদয়।  

আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে তার দায়িত্বশীল ইনিংস সত্ত্বেও ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের পারফরম্যান্স ও দলের মনোভাব নিয়ে কথা বলেছেন এই তরুণ ব্যাটার।

হৃদয় বলেন, গত বছর কী হয়েছে সেটা আমি বলতে পারব না। কিন্তু ক্রিকেটার হিসেবে সবসময় আমাদের মনে থাকে যে আমরা যেন প্রতিটা ম্যাচ ভালোভাবে, ভালো কিছু করতে পারি। ভালো খেলার টার্গেটই আমাদের থাকে, জয়ের জন্যই সবসময় মাঠে নামি।

হৃদয় জানালেন, ব্যাটিং ব্যর্থতাই হারের মূল কারণ।  

তিনি বলেন, আমার মনে হয়েছে, আমরা বোর্ডে আরও ৪০–৫০ রান বেশি তুলতে পারলে খেলার সিনারিওটা আলাদা হতো। উইকেট ব্যাটিংয়ের জন্য একদম সহজ ছিল না। বোলাররা ভালো বল করেছে, উইকেটে হেল্প ছিল তাদের জন্য।

জ্বর থেকে সেরে ফিরে ব্যাট হাতে দলের হয়ে লড়াই চালিয়েছেন হৃদয়। তবে দলীয় ব্যাটিং নিয়ে তার কণ্ঠে আক্ষেপ স্পষ্ট।

তিনি বলেন, ব্যাটিং পয়েন্ট অব ভিউ থেকে আমরা রানস শট করেছি। ৫০ ওভারের খেলা, কিন্তু আমরা সাম্প্রতিক ১০ ম্যাচের মধ্যে ছয়টাতেই পুরো ৫০ ওভার খেলতে পারিনি। এটা কোনো দলের জন্যই ভালো সাইন নয়।

তিনি মনে করেন, দায়িত্ব নিয়ে ইনিংস শেষ করাই এখন ব্যাটসম্যানদের বড় কাজ।

হৃদয় জানান, আমাদের মধ্যে একজন-দুজন যদি শেষ পর্যন্ত খেলে যেতে পারে, তাহলে ম্যাচের চিত্র পাল্টে যাবে। ইনশাল্লাহ পরের ম্যাচগুলোতে আমরা এই জায়গাটা থেকে ওভারকাম করব।

দলের ব্যাটিং ছন্দ নিয়ে প্রশ্নে হৃদয় বলেন, ব্রেককে আমি অজুহাত হিসেবে দেখি না। প্রফেশনাল ক্রিকেটার হিসেবে যত দ্রুত সম্ভব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমাদের দায়িত্ব এখানেই।

সতীর্থ ব্যাটারদের ফর্ম নিয়েও আত্মবিশ্বাসী হৃদয় বলেন, এশিয়া কাপে যারা ভালো খেলেছে, তাদের ফর্ম নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। আপনারা অনেক সময় এক ফরম্যাটের পারফরম্যান্সের সঙ্গে আরেকটা ফরম্যাট কম্পেয়ার করেন, কিন্তু আসলে সবাইই ভালো অবস্থায় আছে। সব খেলোয়াড় সবসময় ভালো খেলবে না এটাই স্বাভাবিক।

শেষে ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে হৃদয় বলেন, ‌এখন আমাদের সামনে যেটা আছে, সেটাতেই ফোকাস করতে চাই। সামনে টানা দুই ম্যাচ আছে, ভালো কিছু করতে পারলে সিরিজে ফিরে আসা সম্ভব।

এফবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।