আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে যখন ধীরে ধীরে নিরাপদ অবস্থায় নিয়ে যাচ্ছিলেন তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ, তখনই ঘটে সেই দুঃসময়ের মুহূর্ত। একটি ভুল সিদ্ধান্তে রান আউট হয়ে ফেরেন হৃদয়।
ম্যাচ শেষে নিজের ভুলের দায় স্বীকার করে তাওহীদ হৃদয় বলেন, “এভাবে রান-আউট হওয়া একটা অপরাধ। ”
৫৩ রানে তিন উইকেট হারিয়ে বিপদে ছিল বাংলাদেশ। সেখান থেকে ১০১ রানের জুটি গড়ে ইনিংস টেনে তোলেন হৃদয় ও মিরাজ। ব্যাটিংও করছিলেন দারুণভাবে, ৮৫ বলে ৫৬ রান। কিন্তু হঠাৎ এক ভুল কলেই রান নিতে গিয়ে আফগানদের হাতে উপহার দেন নিজের উইকেট।
হৃদয়ের মতে, সেই মুহূর্তটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।
তিনি বলেন, “আমি মনে করি, আমার রান আউটটাই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল শতভাগ। ওই অবস্থায় ম্যাচটা নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ওভাবে রান আউট হওয়া একেবারেই মানা যায় না। আমি বলব, এটা একটা অপরাধ। ”
চলতি বছরে ইতিমধ্যে চারবার রান আউট হয়েছেন হৃদয়। বিষয়টি নিয়ে তিনি নিজেও চিন্তিত।
হৃদয় বলেন, “অবশ্যই আমার ভুল সিদ্ধান্তের জন্যই আমি রান আউট হয়েছি। চেষ্টা করব, যেন সামনে এমন না হয়। সমস্যাটা আসলে আমার ভেতরেই, আমাকেই বুঝতে হবে সেটা কোথায়। ইনশাআল্লাহ, খুঁজে বের করে যত তাড়াতাড়ি সম্ভব এ অবস্থা থেকে বের হতে চাই। ”
নিজের ইনিংস ও দলের পারফরম্যান্স নিয়ে তাওহীদ হৃদয় বলেন, “যেভাবে ব্যাটিং করছিলাম, যদি ওই পার্টনারশিপটা আরও একটু দীর্ঘ হতো, তাহলে ম্যাচের সিনারিও পুরোই বদলে যেত। কিন্তু একটা ভুল সিদ্ধান্ত পুরো খেলাটাই পাল্টে দিয়েছে। ”
এফবি/আরইউ