শেষ ওভারে জয়, হাতে মাত্র একটি উইকেট। এক কথায় রোমাঞ্চ ছড়িয়েছে ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) ঢাকা ও রংপুরের ম্যাচ।
সিলেটে আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত এই ম্যাচে রংপুরের নায়ক দুইজন- অধিনায়ক আকবর আলি ও স্পিন অলরাউন্ডার নাসুম আহমেদ। এই জুটি যখন ব্যাটিংয়ে আসে, তখন দল বলতে গেলে হারের মুখে। কিন্তু তাদের দৃঢ়তা আর বিচক্ষণ ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয় তুলে নেয় রংপুর।
প্রথমে ব্যাট করে ঢাকা বিভাগ ২০ ওভারে ১২৩ রানে অলআউট হয়। ইনিংসে একাই ঝড় তোলেন অভিজ্ঞ মোসাদ্দেক হোসেন। মাত্র ৩৬ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৬টি ছক্কা ও ২টি চার। তার ব্যাটে ভর করেই তিন অঙ্কে পৌঁছায় ঢাকা। বাকিদের ব্যাট ছিল নিষ্প্রাণ। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান আসে শুভাগত হোমের ব্যাট থেকে।
রংপুরের বোলারদের মধ্যে নাসির হোসেন, নাসুম আহমেদ, আলাউদ্দিন বাবু ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন।
লক্ষ্য ১২৪ রানের৷ তাতেই ঢাকার বোলারদের ঘূর্ণিতে শুরু থেকেই ধুঁকছিল রংপুর। একপর্যায়ে মাত্র ৫২ রানে ৬ উইকেট হারায় দলটি। কিন্তু এখানেই ম্যাচে নাটকীয় মোড়। অধিনায়ক আকবর আলি ও নাসুম আহমেদ মিলে গড়ে তোলেন ৬২ রানের দারুণ জুটি।
আকবর খেলেন ২৭ বলে ৪৪ রানের ইনিংস, ৪টি চার ও ১টি ছক্কায় সাজানো তার ইনিংস। অপর প্রান্তে ২৩ বলে ২৬ রানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নাসুম।
শেষ মুহূর্তে যখন রংপুরের জয় থেকে মাত্র ১০ রান দূরে, তখন পরপর দুই উইকেট হারিয়ে আবারও তৈরি হয় উত্তেজনা। তবে শেষ পর্যন্ত আবদুল গাফফার সাকলাইন দুই বল খেলে বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন রংপুরের। ১৯.৫ ওভারে ১২৬ রান তুলে ১ উইকেট হাতে রেখেই তারা পার হয় ঢাকার টার্গেট।
ঢাকার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মাহফুজুর রহমান রাব্বি। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। নাজমুল ইসলাম ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া, রায়ান রহমান ও রিপন মণ্ডলও পান ২ উইকেট।
এফবি/এমএইচএম