বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নতুনভাবে দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচিত হওয়ার পর পরই কাজে নেমে পড়েছেন এই সাবেক ক্রিকেটার।
দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট এখন যে অবস্থানে দাঁড়িয়ে আছে, সেখান থেকে আরেকটা স্টেজে নিয়ে যাওয়াই চ্যালেঞ্জ। একটা টিম তখনই ভালো খেলে, যখন অর্গানাইজিং টিমটা ভালো থাকে। ’
তিনি আরও বলেন, ‘রাজশাহী ও রংপুর মিলে একটা বিভাগ, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা বিভাগ। এই ৬ টা বিভাগ নিয়ে আমরা কাজ করছি। এই ৬ টা বিভাগে ৬ টা ছোট বিসিবির অফিস থাকবে। তার কাজ হবে জেলার কোচ যারা আছে তাদের মনিটর করা, তাদের কাজ ফলো করা, ইভেন্ট চালানো। এগুলো যখন চালু হবে তখন দেশব্যাপী ক্রিকেট চালু হয়ে যাবে। ’
বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের পরের দিন থেকেই তাদের কাজ বুঝে পান। বহুল কাঙ্ক্ষিত বিসিবি নির্বাচনের পরের দিনই ডাকা হয় বোর্ড সভা। সেখানেই বুলবুলের নেতৃত্বে পরিচালকদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।
এ ব্যাপারে বুলবুল জানান, তিনি এখানে কাজ করতে এসেছেন, এটা আরাম-আয়েশের জায়গা নয়। সভাপতি বলেন, ‘এটা একটা দায়িত্ব। এটা ভোগ করার জায়গা না। ’
এফবি/আরইউ