গত কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ হাতছাড়া হয়েছে। শেষ মুহূর্তের ভুলে হারের কষ্টে এখনও ব্যথিত ক্রিকেটপ্রেমীরা।
আজ সকাল থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেখা গেছে বাংলাদেশ দলের প্রাণবন্ত অনুশীলন। তপ্ত রোদ আর গরম আবহাওয়া উপেক্ষা করে ঘাম ঝরাচ্ছেন সাকিব-মিরাজরা। শুরুতে হালকা অনুশীলন থাকলেও কিছুক্ষণ পর শিরু হয় ব্যাটিং-বোলিং অনুশীলন। ইনডোরে ক্রিকেটারদের বেশ মনোযোগী হয়ে অনুশীলন করতে দেখা গেল।
দ্বিতীয় ওয়ানডের ভুলগুলো কাটিয়ে উঠতে কোচিং স্টাফরা বিশেষ মনোযোগ দিচ্ছেন টপ অর্ডারের স্থিতিশীলতা ও ডেথ ওভারে বোলিং পরিকল্পনায়।
আগামীকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি। এখন দেখার পালা বাংলাদেশ কি ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ে হাসতে পারে নাকি টানা ৫ সিরিজের হার নিয়ে ব্যর্থতার আরেকটা সিরিজ শেষ করবে।
এফবি/আরইউ