ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

ক্রিকেট

চলতি বিশ্বকাপে

পাকিস্তানের সেরা ওপেনিং পার্টনারশিপ ৩০!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪১, মার্চ ৭, ২০১৫
পাকিস্তানের সেরা ওপেনিং পার্টনারশিপ ৩০!

ঢাকা: সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানের এবারের বিশ্বকাপ দল নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে। সেই প্রশ্ন দিনে দিনে আরও জোরদার হচ্ছে।

বিশেষত দলটির ব্যাটিং ব্যর্থতা তাদের বিশ্বকাপে টিকে থাকার প্রশ্নকেও উসকে দিচ্ছে।

ক্রিকইনফো’র তথ্যমতে, এবারের বিশ্বকাপে শনিবারের (৭ মার্চ) লড়াই নিয়ে পাঁচ ম্যাচ খেলতে থাকা পাকিস্তানের ওপেনিং জুটির সর্বোচ্চ সংগ্রহ ৩০ রান! এর আগের চার ম্যাচে তাদের ওপেনারদ্বয়ের সংগ্রহ ছিল যথাক্রমে ১১, ০, ১, ১০!  অর্থাৎ চার ম্যাচে ওপেনিং ব্যাটসম্যানরা সংগ্রহ করেছেন মোট ২২  রান।

শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচে ওপেনিংয়ে ভালো করার ইঙ্গিত দিয়েও ৩০ রানে থেমে যায় পাক ব্যাটসম্যানদের ব্যাট। ব্যাট করছিলেন সরফরাজ আহমেদ ও আহমেদ শেহজাদ। তবে, এখন দু’জনই সাজঘরে ফিরে গেছেন। এ পর্যায়ে দলের সংগ্রহ ২৪ ওভার ৪ বলে ১২১ রান। ক্রিজে আছেন ইউনিস খান ও মিসবাহ উল হক।

বাংলাদেশ সময়: ০৮৩৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।