ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

রিশাদের শেষের ঝড়েও ২১৩ রান তুলতে পারল বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০২, অক্টোবর ২১, ২০২৫
রিশাদের শেষের ঝড়েও ২১৩ রান তুলতে পারল বাংলাদেশ ছবি: সংগৃহীত

মিরপুরের স্পিনবান্ধব উইকেটে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। মন্থর উইকেটে ওয়েস্ট ইন্ডিজ স্পিনারদের দিয়ে গড়ে বিশ্বরেকর্ড।

প্রথমবারের মতো কোনো ওয়ানডেতে ৫০ ওভারই স্পিন করিয়েছে তারা। অথচ এমন উইকেটে তাণ্ডব চালিয়েছেন রিশাদ হোসেন। শেষদিকে ৩ ছয় ও ৩ চারের ইনিংসে দুইশ পার করে দেন তিনি।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।

শুরুর দিকে দ্রুত উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দল। ওপেনার সাইফ হাসান ১৬ বল খেলে ৬ রান করে বিদায় নেন। এরপর সৌম্য সরকার কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন, খেলেন ৮৯ বলে ৪৫ রানের ধীরস্থির ইনিংস। তার ব্যাটে আসে ৩টি চার ও ১টি ছয়। তবে তাকে খুব একটা সঙ্গ দিতে পারেননি বাকিরা।

তাওহীদ হৃদয় করেন ১২ রান, নাজমুল হোসেন শান্ত ১৫ রান করে আউট হন। তরুণ মাহিদুল ইসলাম অঙ্কন থিতু হলেও ১৭ রানের বেশি করতে পারেননি। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ জুটি গড়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। নাসুম ২৬ বলে ১৪ রানের ছোট ইনিংস খেলে দলকে কিছুটা এগিয়ে নিলেও উইকেট হারানোর ধারা থামাতে পারেননি।

তার বিদায়ের পর মিরাজ জুটি গড়েন নুরুল হাসান সোহানের সাথে। দুজন রানের গতি বাড়ানোর চেষ্টা চালান। তবে উইন্ডিজ স্পিন তোপে সিঙ্গেলস ছাড়া তেমন রান যোগ করতে পারছিলেন না। সোহান ২৩ বলে ২৩ রানে বিদায় হন। তার ইনিংসে ছিল ২ রান ও ১ ছক্কা।  

সোহান চলে যাওয়ার পর রিশাদ ব্যাট হাতেও তার সাবলীলতা দেখাতে থাকেন। মাত্র ১৪ বলে অপরাজিত ৩৯ রান যোগ করেন তিনি। তাকে সঙ্গ দেওয়া মিরাজ অপরাজিত থাকেন ৩২ রানে। ৫০ ওভার শেষে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ২১৩ রান করে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন হোসেইন ও আথানেজ ও গুডাকেশ । হোসেইন নিয়েছেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট, আথানেজও পেয়েছেন ২ উইকেট। গুডাকেশের ঝুলিতে ৩ উইকেট; যদিও তিনি দেন সবচেয়ে বেশি রান।  

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।