ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ক্রিকেট

গিলক্রিস্টের পাশে নাম লেখালেন সরফরাজ

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, মার্চ ৭, ২০১৫
গিলক্রিস্টের পাশে নাম লেখালেন সরফরাজ সরফরাজ আহমেদ

ঢাকা: বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় উইকেটকিপার  হিসেবে সর্বোচ্চ ছয়টি ডিসমিসাল করেছেন পাকিস্তানের সরফরাজ আহমেদ। অকল্যান্ডে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই কীর্তি গড়েন ২৭ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটসম্যান।



এর আগে ২০০৩ বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে বিশ্বকাপের একমাত্র উইকেটকিপার হিসেবে ছয়টি ডিসমিসাল করার রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট। ওয়ানডে ইতিহাসে ছয়টির বেশি ডিসমিসাল কেউ করতে পারেননি। এই তালিকায় ১৫ নম্বরে আছেন সরফরাজ।

উইকেটের পেছন থেকে কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স, ডেল স্টেইন ও ইমরান তাহিরের ক্যাচ তালুবন্ধি করেন সরফরাজ। ছয়টি ডিসমিসালের পাশাপাশি ব্যাটিংয়ে ৪৯ রান করার সুবাদে ম্যাচসেরার পুরস্কার পান এই ডানহাতি ব্যাটসম্যান।

প্রোটিয়াদের বিপক্ষে ২৯ রানের জয় পায় পাকিস্তান। বৃষ্টি ‍আইনে দু’দলই ৪৭ ওভার করে ব্যাট করার সুযোগ পায়। ২৩২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৩ ওভার তিন বল বাকি থাকতেই ২০২ রানে প্রোটিয়াদের ইনিংস গুটিয়ে ‍যায়। দলীয় ২০০ রানের মাথায় ৭৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন এবি ডি ভিলিয়ার্স।

উল্লেখ্য, পাকিস্তান ২২২ রানে অলআউট হলেও ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জয়ের জন্য আমলা-ডি ভিলিয়ার্সদের সামনে ২৩২ রানের লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘন্টা, মার্চ ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।