ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ক্রিকেট

বিশ্বকাপে ডি ভিলিয়ার্সের অনন্য কীর্তি

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০১, মার্চ ৭, ২০১৫
বিশ্বকাপে ডি ভিলিয়ার্সের অনন্য কীর্তি এবি ডি ভিলিয়ার্স

ঢাকা: সৌরভ গাঙ্গুলীকে পেছনে ফেলে বিশ্বকাপের দ্রততম হাজার রান সংগ্রাহক এখন এবি ডি ভিলিয়ার্স। আজ (শনিবার) পাকিস্তানের বিপক্ষে মোহাম্মদ ইরফানের করা ২১তম ওভারের পঞ্চম বলটা থার্ডম্যান অঞ্চলে পাঠিয়ে সিঞ্চেল নিলে বিশ্বকাপে এক হাজার রান পূর্ন হয় ডি ভিলিয়ার্সের।

সেই সঙ্গে বিশ্বকাপের দ্রুততম এক হাজার রানের রেকর্ডও গড়ে ফেলেন এই প্রোটিয়া ব্যাটসম্যান।   

আগের রেকর্ডটি ছিল সৌরভ গাঙ্গুলীর। ২১ ম্যাচে এক হাজার রান পূরণ করেছিলেন এই ভারতীয় ব্যাটসম্যান। আর ডি ভিলিয়ার্সের লেগেছে ২০ ম্যাচ। ২০০৭, ২০১১ ও ২০১৫ এই তিন বিশ্বকাপে অংশ নিয়ে হাজার রানের মাইলফলক পূরণ করলেন এ ‍ডান-হাতি ব্যাটসম্যান।

দক্ষিণ আফ্রিকার তৃতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে হাজার রান করার কৃতিত্ব গড়লেন ৩১ বছর বয়সী ডি ভিলিয়ার্স। এর আগে জ্যাক ক্যালিস ও হার্শেল গিবস প্রোটিয়া ক্রিকেটারদের মধ্যে এক হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ০৭ মার্চ, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।