ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফগানদের সামনে এবার কিউই চ্যালেঞ্জ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
আফগানদের সামনে এবার কিউই চ্যালেঞ্জ

ঢাকা: এবারের বিশ্বকাপে চার ম্যাচ খেলে অপরাজিত থাকা একমাত্র দল নিউজিল্যান্ড। উদ্বোধনী ম্যাচে শ্রীলংকাকে উড়িয়ে দিয়ে শুরু।

এরপর দাপটের সঙ্গেই স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারিয়েছে ব্রেন্ডন ম্যাককালামের দল। আর এ দলের বিপক্ষেই আন্ডারডগ আফগানদের লড়তে হবে বিশ্বমঞ্চে। অজিদের বিপক্ষে রেকর্ড ২৭৫ রানে লজ্জাজনক পরাজয়ের পর দলটির সামনে এবার কিউই চ্যালেঞ্জ।  
 
রোববার (০৮ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৪টায় নেপিয়ারের ম্যাকলিন পার্কে বিশ্বকাপের ৩১তম ম্যাচে মাঠে নামবে দুই দল।
 
শ্বাসরুদ্ধকর ম্যাচে স্কটল্যান্ডকে এক উইকেটে হারিয়ে অনেকটা আত্মবিশ্বাস জমা করেছিল আফগানরা। কিন্তু পরের ম্যাচেই তাদের সে বিশ্বাসকে হাওয়ায় ভাসিয়ে দেয় টিম অস্ট্রেলিয়া। অজিদের বিপক্ষে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা পায় মোহাম্মদ নবীর দল। এমন বাজে অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপের ভেবারিট দল নিউজিল্যান্ডের সঙ্গে মোকাবেলা করা বেশ কঠিনই প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া আফগানিস্তানের জন্য।
 
বোলিং-ব্যাটিং-ফিল্ডিংয়ে এবারের বিশ্বকাপে সেরা দলের তকমা পেয়েছে কিউইরা। এ দলটির রয়েছে ঘরের মাটিতে বিশ্বকাপ রেখে দেওয়ার ক্ষমতা।
 
অন্যদিকে একেবারেই ভিন্ন চিত্র আইসিসির সহযোগী দেশ আফগানিস্তানের। পেস বোলিংয়ে প্রথমদিকে বেশ আক্রমনাত্মক ছিলেন, আফগান বোলার শাপুর জাদরান, হামিদ হাসান, দৌলত জাদরানরা। কিন্তু সময়ের সঙ্গে তাদের গতির দাপটও যেন কমে এসেছে! বড় দলগুলোর কাছে সেরকম পাত্তা পাচ্ছে না তাদের গতি জাদু।
 
তারপরও একেবারে একপেশে ম্যাচ হবে ভেবে যারা বসে থাকবেন তারা পরে ‍আফসোসও করতে পারেন। কারণ আফগানিস্তান দলের লক্ষ্য বিশ্বকাপে কোনো টেস্ট প্লেয়িং দেশকে হারানো। এ পর্যন্ত চার ম্যাচ খেলে স্কটল্যান্ডকে হারানো ছাড়া সাফল্য আসেনি ঝুলিতে। তাই অঘটন ঘটাতে মরিয়া হয়ে খেলবে তারা। কে জানে স্বাগতিকদেরই সেই ধাক্কাটা দেয় কিনা আফগানিস্তান!
 
টানা পঞ্চমবারের মতো নিউজিল্যান্ড দল অপরিবর্তিত থাকছে। ম্যাচে উইনিং কম্বিনেশন রাখবেন বলে নিশ্চিত করেছেন দলটির অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
 
অন্যদিকে আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের পরও আফগানিস্তান একাদশে ‍থাকছে না পরিবর্তন।  
 
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ:  ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল, রস টেইলর, গ্র্যান্ট এলিয়ট, লুক রঞ্চি (উইকেটরক্ষক), ড্যানিয়েল ভেট্টরি, অ্যাডাম মিলনে ও টিম সাউদি।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নবী (অধিনায়ক), নওরোজ মঙ্গল, আসগারর স্তানিকজাই, সলিমুল্লা শেনওয়ারি, আফসার জাজাই (উইকেটরক্ষক), নাজিবুল্লাহ জারদান, হামিদ হাসান, শাপুর জারদান, দৌলাত জারদান, জাভেদ আহমাদি এবং উসমান গনি।
 
বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।