ঢাকা, বুধবার, ৬ কার্তিক ১৪৩২, ২২ অক্টোবর ২০২৫, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

রানের চাকা ঘোরাচ্ছেন দিলশান-সাঙ্গা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৩, মার্চ ৮, ২০১৫
রানের চাকা ঘোরাচ্ছেন দিলশান-সাঙ্গা ছবি: সংগৃহীত

ঢাকা: দলীয় ৫ রানের মাথায় ওপেনার লাহিরু থিরিমান্নেকে হারানো লংকানরা বেশ ভালোভাবেই এগুচ্ছে। ব্যাটিং ক্রিজে ৪৪ রানে অপরাজিত আছেন দিলশান আর ৩৪ রানে ব্যাট করছেন সাঙ্গাকারা।

এ দু’জন মিলে ৭৬ রানের জুটি গড়েছেন।

১২ ওভার শেষে শ্রীলংকা এক উইকেট হারিয়ে তুলেছে ৮১ রান।

অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া ৩৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নামেন শ্রীলংকার দুই ওপেনার দিলশান এবং লাহিরু থিরিমান্নে। ইনিংসের দ্বিতীয় ওভারে মিচেল জনসনের বলে উইকেটের পিছনে ব্রাড হাডিনের গ্লাভসবন্দি হন এক রান করা থিরিমান্নে।

পুল ‘এ’র গুরুত্বপূর্ণ ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নামে ১৯৯৬’র বিশ্বকাপ জয়ী দল শ্রীলংকা। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। নির্ধারিত ওভার শেষে অস্ট্রেলিয়া ৯ উইকেট হারিয়ে তুলে ৩৭৬ রান।

আগে ব্যাটিং করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েল, শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ আর মাইকেল ক্লার্কের ব্যাটে ভর করে শ্রীলংকাকে ৩৭৭ রানের টার্গেট ছুড়ে দিয়েছে অজিরা। লংকান বোলারদের হেসে-খেলে উড়িয়ে দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পান ম্যাক্সওয়েল।

দলীয় ৪১ রানে দুই উইকেটের পতনের পর ব্যাটিং ক্রিজে থেকে আরও ১৩৪ রান যোগ করেন তিন নম্বরে ব্যাটিংয়ে নামা স্টিভেন স্মিথ এবং অজি দলপতি মাইকেল ক্লার্ক। তবে, ইনিংসের ৩২তম ওভারের পঞ্চম বলে মালিঙ্গা এ জুটি ভাঙেন।

৬৮ বলে ৬৮ রান করা ক্লার্ককে বোল্ড করে সাজঘরে পাঠান মালিঙ্গা। আউট হওয়ার আগে ক্লার্ক তার ওয়ানডে ক্যারিয়ারের ৫৭তম অর্ধশতক করেন।

আর ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক হাঁকিয়ে ৭২ রানে বিদায় নেন স্টিভেন স্মিথ। দিলশানের বলে পেরেরার তালুবন্দি হওয়ার আগে স্মিথ ৮৮ বল মোকাবেলা করে ৭টি চার আর একটি ছক্কা হাঁকান।

স্টিভেন স্মিথ আর মাইকেল ক্লার্ক বড় জুটি গড়ে বিদায় নিলে ব্যাটিং ক্রিজের দায়িত্ব নেন গ্লেন ম্যাক্সওয়েল এবং শেন ওয়াটসন। ক্রিজে থেকে লংকান বোলারদের শাসন করে আরেকটি বড় জুটি গড়েন ম্যাক্সওয়েল-ওয়াটসন। ১৬০ রানের জুটি গড়ে ম্যাক্সওয়েল ৫৩ বলে ১০২ রান করে আউট হন।

মাত্র ২৬ বলে অর্ধশতক হাঁকিয়ে ম্যাক্সওয়েল ৫১ বলে তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন। আর প্রথম শতক তুলে নিতে ম্যাক্সওয়েল ১০টি চারের পাশে ৪টি বিশাল ছক্কা হাঁকান।

ওয়ানডে ক্যারিয়ারের ৩২তম অর্ধশতক করে শেন ওয়াটসন করেন ৬৭ রান। ওয়াটসনের ইনিংসে ছিল ৭টি চারের পাশে ২টি ছক্কার মার।

হাইভোল্টেজ এ ম্যাচের জয়ী দল উঠে যাবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। সেই সঙ্গে শেষ আটে ওঠার রাস্তাও পরিস্কার হবে তাদের।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ০৮ মার্চ ২০১৫

** ব্যাটে ঝড় তোলার চেষ্টা দিলশানের
** শুরুতেই উইকেট হারাল লংকানরা
** ব্যাটিংয়ে নেমেছেন দিলশান-থিরিমান্নে
** জয় পেতে লংকানদের টার্গেট ৩৭৭ রান
** শতক হাঁকিয়ে ফিরলেন ম্যাক্সওয়েল
** তিনশ রানের কোটা পেরুলো অজিরা
** ম্যাক্সওয়েলের তাণ্ডবে বিপাকে লংকান বোলাররা
** ফিরলেন ক্লার্ক, স্মিথ
** বড় জুটির দিকে স্মিথ-ক্লার্ক
** দলীয় শতক অজিদের
** সতর্ক ব্যাটিং স্মিথ-ক্লার্কের
** প্রসন্নের ঘূর্ণিতে কুপোকাত ফিঞ্চ
** মালিঙ্গা ফেরালেন ওয়ার্নারকে
** ব্যাটিংয়ে নেমেছেন অজি ওপেনাররা
** হাইভোল্টেজ ম্যাচে আগে ব্যাট করবে অজিরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।