ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ সেরা ম্যাক্সওয়েল

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
ম্যাচ সেরা ম্যাক্সওয়েল

ঢাকা: বিশ্বকাপ ইতিহাসে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ দলীয় স্কোর(৩৭৬) গড়ার নেপথ্যে ছিলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। লঙ্কানদের ৬৪ রানে হারানোর পর ম্যাচ সের‍া হন এই অলরাউন্ডার।



অজিদের ইনিংসে একমাত্র সেঞ্চুরিয়ান ছিলেন ম্যাক্সওয়েল। ৫১ বলে ১০টি চার ও চার ছক্কায় ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন এই ডানহাতি ব্যাটসম্যান। দলীয় ৩৩৭ রানের মাথায় ব্যক্তিগত ১০২ রানে থিসারা পেরেরার বলে সাজঘরে ফেরেনে হার্ড হিটার ম্যাক্সওয়েল।

উল্লেখ্য, অজিদের হয়ে এখন পর্যন্ত ৪৫ ম্যাচের ৪৩ ইনিংসে ব্যাট করে ৩৪.২১ গড়ে ১,৩০০ রান সংগ্রহ করেছেন ম্যাক্সওয়েল। ওয়ানডে ক্যারিয়ারে আজকের অভিষেক সেঞ্চুরির পাশাপাশি ১১টি হাফ সেঞ্চুরি করেছেন ২৬ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘন্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।