ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জুটিতে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড রিয়াদ-মুশফিকের

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
জুটিতে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড রিয়াদ-মুশফিকের ছবি: সংগৃহীত

ঢাকা: টাইগারদের পক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম জুটি রেকর্ড রান সংগ্রহ করেছেন। পঞ্চম উইকেট জুটিতে ১৪১ রান করে তারা এ রেকর্ড করেন।



বিশ্বকাপের এগারোতম আসরের ৩৩তম ম্যাচে ইংলিশদের বিপক্ষে তারা এ রেকর্ড গড়েন।

এর আগে গত ৫ মার্চ স্কটল্যান্ডের বিপক্ষে রিয়াদ-তামিম জুটির ১৩৯ ছিল টাইগারদের সর্বোচ্চ রানের জুটি। এছাড়া ২৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে সাকিব-মুশফিকের ১১৪ রানের জুটি এখন তৃতীয় সর্বোচ্চ।

ম্যাচে টাইগারদের করা ২৭৫ রান ইংলিশদের বিপক্ষে সর্বোচ্চ। এর আগে ২০১০ সালে ঢাকায় করা ২৬০ রানই ছিল টাইগারদের দলীয় সর্বোচ্চ।

এ ম্যাচে বাংলাদেশের পক্ষে বিশ্বকাপে কোনো ব্যাটসম্যানের শতক হাঁকানোরও রেকর্ড গড়েন মাহমুদুল্লাহ রিয়াদ। ১০৩ রানে করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

** বিশ্বমঞ্চে প্রথম শতক টাইগার রিয়াদের
** তিন বাঁহাতি দুই রানে কট্!
** রিয়াদের ১৩তম অর্ধশতক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।