ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

ক্রিকেট

দুর্দান্ত সেঞ্চুরি করে ম্যাচ সেরা মাহমুদুল্লাহ

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৩, মার্চ ৯, ২০১৫
দুর্দান্ত সেঞ্চুরি করে ম্যাচ সেরা মাহমুদুল্লাহ

ঢাকা: ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে ‍বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ। আর টাইগারেদের এ জয়ে সবচেয়ে বড় অবদান রাখা সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ রিয়াদই হয়েছেন ম্যাচ সেরা।

বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করা মাহমুদুল্লাহ’রও এটি প্রথম সেঞ্চুরি।

এর আগে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক ছিলেন এবারের আসরেই স্কটল্যান্ডের বিপক্ষে ৯৫ রানে আউট হওয়া তামিম ইকবাল। আর মাহমুদুল্লাহ’র আগের সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে ৮২ রানে অপরাজিত।

এদিন ইংলিশদের বিপক্ষে অসাধারণ একটি ইনিংস খেলেন ডানহাতি এ ব্যাটসম্যান। ১৩৮ বলের মোকাবেলায় সাতটি চার ও দুটি ছয়ের সাহায্যে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।