ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

ক্রিকেট

মাশরাফি ও বাংলাদেশ স্লোগানে মুখরিত নড়াইল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৮, মার্চ ৯, ২০১৫
মাশরাফি ও বাংলাদেশ স্লোগানে মুখরিত নড়াইল ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

নড়াইল: চারপাশে ‘মাশরাফি’, ‘মাশরাফি’, ও ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ স্লোগান। দলে দলে মিছিল নিয়ে রাজপথে আসছে ক্রিকেটপ্রেমী ছেলে-বুড়োর দল।



সোমবার সন্ধ্যায় বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে ১৫ রানে হারানোর আনন্দে এভাবেই রাস্তায় নেমে আসে বাংলাদেশের বিশ্বকাপ দলের অধিনায়ক মাশরাফির নিজ জেলা নড়াইলের সব শ্রেণি-পেশার মানুষ।

শহরের চৌরাস্তা এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়।

এতে  উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস, এনডিসি জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, হাসানুজ্জামান প্রমুখ।

এদিকে, মিছিলে ও শহরের বিভিন্ন রাস্তার মোড়ে মাশরাফির ছবি সম্বলিত প্ল্যাকার্ডের দেখা মেলে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।