ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

ক্রিকেট

রূপগঞ্জ ৫ শতাধিক ব্যাট ও জার্সি বিতরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, মার্চ ৯, ২০১৫
রূপগঞ্জ ৫ শতাধিক ব্যাট ও জার্সি বিতরণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): ইংল্যান্ড হারিয়ে বাংলাদেশের টাইগারদের জয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকরা ক্রিকেট প্রেমিদের মাঝে ৫ শতাধিক ব্যাট ও জার্সি বিতরণ করেছেন।

সোমবার(০৯ মার্চ) সন্ধ্যার পর প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীমের নেতৃত্বে সাংবাদিকরা উপজেলার মুড়াপাড়া, রূপসী, কাঞ্চন ও ভুলতা এলাকায় ৩শ’ ক্রিকেট ব্যাট ও ২’শ জার্সি বিতরণ করা হয়।



এসময় উপস্থিত ছিলেন- সাংবাদিক মকবুল হোসেন, সাত্তার আলী সোহেল, এ হাই মিলন, রাসেল আহমেদ, আশিকুর রহমান হান্নান, এস এম শাহাদাত, জয়নাল আবেদীন জয়, রিয়াজ হোসেন, জাহাঙ্গীর আলম হানিফ, নাজমুল হুদা, আনোয়ার হোসেন, গোলাম কাউসার দিলু, সাইফুল ইসলাম, ইমদাদুল হক দুলাল, মঞ্জুরুল কবির বাবু, নজরুল ইসলাম লিখন, রাসেল মাহামুদ, রাজ রাশেদ, মীর শফিক ও মনির হোসেন প্রমুখ।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খলিল সিকদার বাংলানিউজকে জানান, বাংলার টাইগারদের জয় কামনা করে গত দু’দিন আগে প্রেসক্লাবের অর্থায়নে ও সাংবাদিকদের সহয়োড়িতায় ৩’শ ক্রিকেট ব্যাট ও ২’শ জার্সি কিনে রাখা হয়। টাইগারদের জয়ের পরই ব্যাট ও জার্সি বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।