ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

ক্রিকেট

টাইগারদের জয়ে মুন্সীগঞ্জে আনন্দ মিছিল

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩০, মার্চ ৯, ২০১৫
টাইগারদের জয়ে মুন্সীগঞ্জে আনন্দ মিছিল

মুন্সীগঞ্জ: ১৫ রানের ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ওঠায় মুন্সীগঞ্জ শহরসহ জেলার গ্রামাঞ্চলে পাড়া মহল্লায় আনন্দের বন্যা বইছে।

সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আনন্দ মিছিল বের করে ক্রিকেটপ্রেমীরা।



এ সময় তারা বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে ও গায়ে লাল সবুজের পতাকা লাগিয়ে ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ স্লোগানে মুন্সীগঞ্জ শহর ও উপজেলা শহরে নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে।

অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাটে বেচাকেনা বন্ধ রেখে শত শত মানুষ আনন্দ মিছিলে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।