ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

ক্রিকেট

‘স্লো ওভার-রেটে’ মাশরাফির দলকে জরিমানা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪২, মার্চ ৯, ২০১৫
‘স্লো ওভার-রেটে’ মাশরাফির দলকে জরিমানা

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে স্লো ওভার-রেটের কারণে বাংলাদেশ দলকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
 
সোমবার (০৯ মার্চ) বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ শেষে আইসিসির পাঠানো বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দলকে জরিমানার কথা জানানো হয়।



ম্যাচের নির্ধারিত সময় পার হয়ে গেলেও, দুটি ওভার তখনও শেষ না হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের এ জরিমানা করা হয়।

টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে ৪০ শতাংশ এবং দলের অন্যান্য সদস্যদের ২০ শতাংশ ম্যাচ ফি থেকে কাটা হবে।

অধিনায়ক মাশরাফি ভুল স্বীকার করে জরিমানা মেনে নিয়েছেন বলেও বাংলাদেশ ক্রিকেট দল সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।