ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

ক্রিকেট

লিটনের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে রংপুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০১, মার্চ ৯, ২০১৫
লিটনের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে রংপুর

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্টোর বিপক্ষে লিটন কুমারের সেঞ্চুরিতে (১০৭) বড় সংগ্রহের পথে রয়েছে রংপুর বিভাগ। এবারের লিগে এটি লিটনের পঞ্চম সেঞ্চুরি।

শেষ রাউন্ডের প্রথম দিন শেষে রংপুরের সংগ্রহ চার উইকেটে ৩১১ রান। নাঈম ইসলাম ৬৪ ও ধিমান ঘোষ ৫২ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।

বিকেএসপির দুই নম্বর গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রংপুর। তারিক আহমেদ ও লিটন ওপেনিং জুটিতে যোগ করেন ৭৯ রান। অর্ধশতক পূর্ন (৫০) করে ইলিয়াস সানির স্পিনে এলবিডব্লুউ হন তারিক।

এর পর ছোট ছোট জুটিতে এগোতে থাকে রংপুর। সেঞ্চুরি পূর্ন করেন লিটন কুমার। ১৫১ বলে ১০৭ রানের ইনিংস খেলে আসিফ হাসানের বলে আউট হন তিনি। ২২৯ রানে চার উইকেট হারানোর পর নাঈম-ধিমান জুটি সাবধানে ব্যাট চালিয়ে দিনের খেলা শেষ করেন। ৮২ রানে অবিচ্ছিন্ন রয়েছে এই জুটি।

ইলিয়াস সানি দুটি, আসিফ হাসান ও শহিদ একটি করে উইকেট নেন।
 
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।