ঢাকা: চলতি বিশ্বকাপের গত তিন ম্যাচে টানা সেঞ্চুরির হ্যাটট্রিক করা কুমার সাঙ্গাকারা এ ম্যাচেও বড় স্কোরের আভাস দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৯৪তম অর্ধশতক তুলে নিয়েছেন। ৫৪ রান করে এখনও সাঙ্গা অপরাজিত রয়েছেন।
এর আগে লংকান ওপেনার দিলশান ওয়ানডে ক্যারিয়ারের ৪৪তম অর্ধশতক হাঁকিয়ে ৭৯ রানে ব্যাট করছেন। এ দু’জন মিলে ১২১ রানে জুটি গড়ে দলকে ভালো সংগ্রহের দিকেই নিয়ে চলেছেন।
২৬ ওভার শেষে শ্রীলংকার সংগ্রহ এক উইকেট হারিয়ে ১৪২ রান।
বিশ্বকাপের ৩৫তম ম্যাচে হোবার্টের বেলরিভ ওভালে শ্রীলংকার বিপক্ষে খেলতে নেমেছে স্কটল্যান্ড। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলংকার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। লংকানদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন তিলেকারত্নে দিলশান এবং লাহিরু থিরিমান্নে।
ইনিংসের শুরুতে স্কটল্যান্ডের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশ সতর্ক থেকে খেলছিলেন লংকান দুই ওপেনার দিলশান আর থিরিমান্নে। তবে, ইনিংসের ষষ্ঠ ওভারে ইভান্সের বলে স্কটিশ দলপতি প্রেস্টন মমসেনের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন থিরিমান্নে। আউট হওয়ার আগে তেমন সুবিধা করতে পারেননি থিরিমান্নে। ২১ বলে মাত্র ৪ রান করে বিদায় নেন তিনি। দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় শ্রীলংকা।
পাওয়ার প্লে’র দশ ওভারে শ্রীলংকা তোলে এক উইকেট হারিয়ে ৪৬ রান।
প্রথম রাউন্ডে এটি শ্রীলংকার ষষ্ঠ ও শেষ ম্যাচ। শ্রীলংকার বিপক্ষে এর আগে একবার মুখোমুখি হয়েছে স্কটিশরা। ২০১১ সালের জুলাইতে এডিনবার্গের ওই সাক্ষাতে লংকানদের কাছে ১৮৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল তারা।
৫ ম্যাচে ৩ জয়ে শ্রীলংকার সংগ্রহ ছয় পয়েন্ট। অন্যদিকে ৪ ম্যাচে সবক’টিতেই হেরে পুল ‘এ’র পয়েন্ট টেবিলের সবচেয়ে তলানির দল স্কটল্যান্ড।
শ্রীলংকা দল: তিলেকারত্নে দিলশান, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা, দুসমান্থা চামিরা, মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), কুশাল পেরেরা, থিসারা পেরেরা, শিকুজি প্রসন্ন, নুয়ান কুলাসেকারা ও লাসিথ মালিঙ্গা।
স্কটল্যান্ড দল: ক্যালাম ম্যাকলউড, কোয়েটজার, ফ্রেডি কোলম্যান, ম্যাট মাচান, প্রেস্টন মমসেন (অধিনায়ক), রিচি বেরিংটন, ম্যাথু ক্রস (উইকেটরক্ষক), জশ ডেভি, মিচেল লেস্ক, অ্যালসডায়ার ইভান্স ও রব টেইলর।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ১১ মার্চ ২০১৫
** দিলশানের অর্ধশতকে এগুচ্ছে লংকানরা
** পাওয়ার প্লে’তে লংকানদের ৪৬/১
** লংকানদের প্রথম উইকেটের পতন
** ব্যাটিংয়ে নেমেছেন লংকান ওপেনাররা
** টস জিতে ব্যাটিং নিয়েছে লংকানরা