ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লংকানদের নবম উইকেটের পতন

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
লংকানদের নবম উইকেটের পতন ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি আসরে দ্বিতীয় দ্রুততম শতক করে সাজঘরে ফিরেছেন ম্যাথুজ। এরপর থিসারা পেরেরা আর সিকুজি প্রসন্ন দ্রুত বিদায় নেন।

৪৮ ওভার শেষে শ্রীলংকার সংগ্রহ নয় উইকেট হারিয়ে ৩৪২ রান।

বিশ্বকাপের ৩৫তম ম্যাচে হোবার্টের বেলরিভ ওভালে শ্রীলংকার বিপক্ষে খেলতে নেমেছে স্কটল্যান্ড। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলংকার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। লংকানদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন তিলেকারত্নে দিলশান এবং লাহিরু থিরিমান্নে।

ইনিংসের শুরুতে স্কটল্যান্ডের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশ সতর্ক থেকে খেলছিলেন লংকান দুই ওপেনার দিলশান আর থিরিমান্নে। তবে, ইনিংসের ষষ্ঠ ওভারে ইভান্সের বলে স্কটিশ দলপতি প্রেস্টন মমসেনের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন থিরিমান্নে। আউট হওয়ার আগে তেমন সুবিধা করতে পারেননি থিরিমান্নে। ২১ বলে মাত্র ৪ রান করে বিদায় নেন তিনি। দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় শ্রীলংকা।

ওয়ানডে ক্যারিয়ারের ২২তম শতক তুলে বিদায় নেন লংকান ওপেনার দিলশান। ৯৭ বল খেলে তিনি তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছান। তবে, ইনিংসের ৩৫তম ওভারে ১০৪ রান করে আউট হন দিলশান। ডেভির বলে ম্যাকলউডের তালুবন্দি হয়ে আউট হওয়ার আগে দিলশান ৯৯ বলে ১০টি চার আর একটি ছক্কা হাঁকান।

টানা চার ম্যাচে শতক পূর্ণ করা বিরল ক্রিকেটার কুমার সাঙ্গাকারার সঙ্গে দিলশান এ ম্যাচে ২৮.৫ ওভার থেকে ১৯৫ রানের জুটি গড়েন।

স্কটিশ বোলারদের উপর দিয়ে ঝড় তুলে ৯৫ বলে ১২৪ রান করে আউট হন কুমার সাঙ্গাকারা। ডেভির বলে উইকেটের পিছনে ধরা পড়ার আগে সাঙ্গাকারা ১৩টি চারের পাশাপাশি ৪টি ছক্কা হাঁকান। এর আগে ৮৬ বলে সাঙ্গা তার ওয়ানডে ক্যারিয়ারের ২৫তম শতক পূর্ণ করেন।

দলীয় ২১৬ রানে সেঞ্চুরিয়ান দিলশান ফিরে যাওয়ার পর আরেক সেঞ্চুরিয়ান ও চলতি আসরে টানা চারটি শতক হাঁকানো কুমার সাঙ্গাকারা বিদায় নেওয়ার আগে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে টানা চার ম্যাচে শতক হাঁকানোর বিশ্বরেকর্ড গড়েন।

টপঅর্ডারের চার ব্যাটসম্যান ফিরে গেলে ব্যাটিং ক্রিজে এসে মাত্র ১৩ বলে দুটি করে চার ও ছয়ে ২৪ রান করে বিদায় নেন কুশল পেরেরা। ফলে, পঞ্চম উইকেটের পতন ঘটে লংকানদের।

আর চলতি বিশ্বকাপের আসরে দ্বিতীয় দ্রুততম অর্ধশতক হাঁকান লংকান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুজ। তিনি ২১ বলে ৫১ রান করে বাউন্ডারি সীমানায় ধরা পড়েন। তবে, আউট হওয়ার আগে ম্যাথুজ একটি চারের পাশাপাশি ছয়টি ছক্কা হাঁকান। যে বলে ম্যাথুজ আউট হয়েছেন তার আগের চারটি বলেই তিনি ছক্কা হাঁকান।

প্রথম রাউন্ডে এটি শ্রীলংকার ষষ্ঠ ও শেষ ম্যাচ। শ্রীলংকার বিপক্ষে এর আগে একবার মুখোমুখি হয়েছে স্কটিশরা। ২০১১ সালের জুলাইতে এডিনবার্গের ওই সাক্ষাতে লংকানদের কাছে ১৮৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল তারা।

৫ ম্যাচে ৩ জয়ে শ্রীলংকার সংগ্রহ ছয় পয়েন্ট। অন্যদিকে ৪ ম্যাচে সবক’টিতেই হেরে পুল ‘এ’র পয়েন্ট টেবিলের সবচেয়ে তলানির দল স্কটল্যান্ড।

শ্রীলংকা দল: তিলেকারত্নে দিলশান, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা, দুসমান্থা চামিরা, মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), কুশাল পেরেরা, থিসারা পেরেরা, শিকুজি প্রসন্ন, নুয়ান কুলাসেকারা ও লাসিথ মালিঙ্গা।
 
স্কটল্যান্ড দল: ক্যালাম ম্যাকলউড, কোয়েটজার, ফ্রেডি কোলম্যান, ম্যাট মাচান, প্রেস্টন মমসেন (অধিনায়ক), রিচি বেরিংটন, ম্যাথু ক্রস (উইকেটরক্ষক), জশ ডেভি, মিচেল লেস্ক, অ্যালসডায়ার ইভান্স ও রব টেইলর।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ১১ মার্চ ২০১৫

** বড় সংগ্রহের দিকে লংকানরা
** দুই সেঞ্চুরিয়ানের বিদায়
** সাঙ্গাকারা, দিলশানের আবারো শতক
** দিলশানের পর সাঙ্গাকারার অর্ধশতক
** দিলশানের অর্ধশতকে এগুচ্ছে লংকানরা
** পাওয়ার প্লে’তে লংকানদের ৪৬/১
** লংকানদের প্রথম উইকেটের পতন
** ব্যাটিংয়ে নেমেছেন লংকান ওপেনাররা
** টস জিতে ব্যাটিং নিয়েছে লংকানরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।