ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

ক্রিকেট

বাংলাদেশের এই দলই সেরা: সৌরভ গাঙ্গুলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৪, মার্চ ১৯, ২০১৫
বাংলাদেশের এই দলই সেরা: সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি

ঢাকা: বাংলাদেশের বর্তমান ক্রিকেট দলকেই সেরার স্বীকৃতি দিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

বাংলাদেশের এই দলকে হারানো যে কারো পক্ষেই শক্ত বলেও মন্তব্য করেন তিনি।



বুধবার (১৮ মার্চ) ঢাকার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ভারতের ক্রিকেটের এ মহানায়ক।

সৌরভ গাঙ্গুলি বলেন, আমি বাংলাদেশ ক্রিকেট দলকে বহুদিন যাবত অনেক কাছ থেকে দেখেছি। আমার দেখা বাংলাদেশের এই দলটাই সেরা।

তিনি আরো বলেন, বাংলাদেশ দল সব দিক থেকেই এখন পরিণত। তাদের তিনজন পেসার রয়েছে বিশ্বমানের। ব্যাটসম্যানরাও ভালো রান পাচ্ছে।

তবে শক্তির বিচারে এগিয়ে থাকায় ভারতীয় দলকে ফেবারিট মানলেও বাংলাদেশ দলের জয়ের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি তিনি।

‘খেলাটা যেহেতু একদিনের তাই যেকোনো কিছুই ঘটতে পারে। তবে বাংলাদেশ যদি জিতেই যায় তাহলে হ্যাটস অফ’ বললেন এ কিংবদন্তী ক্রিকেটার।

বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।