ঢাকা: সোনার বাংলাদেশের লাল-সবুজ রঙ এখন রাঙিয়ে রেখেছে প্রশান্ত ও ভারত মহাসাগর বুকের দ্বীপরাষ্ট্র অস্ট্রেলিয়ার মেলবোর্নকে। পুরো মেলবোর্ন এখন লাল সবুজে মোড়ানো।

উপলক্ষ? বিশ্বকাপে প্রথমবারের মতো স্বপ্নের কোয়ার্টার ফাইনালে খেলছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেমিফাইনালে পৌঁছাতে কোয়ার্টার ফাইনালে তাদের বাধা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এ ম্যাচের আগে থেকেই মেলবোর্নের রাস্তাজুড়ে গায়ে লাল-সবুজের পতাকা মোড়ানো টাইগার সমর্থকদের ঢল নামে। আর খেলা শুরু হওয়ার পর ভারতীয় সমর্থকদের সঙ্গে পাল্লা দিয়ে এমসিজির গ্যালারির একাংশ দখলে নিয়ে টাইগারদের অনুপ্রেরণা জানাতে থাকেন এই ক্রিকেট পাগলরা।

ধারাভাষ্যকাররা বলতে বাধ্য হচ্ছেন, গ্যালারি আর গ্যালারির বাইরে বাংলাদেশি সমর্থকরা যেভাবে দলের ক্রিকেটাররদের অনুপ্রেরণা যোগাচ্ছেন তাতে, এ দলের ক্রিকেটাররা উজ্জীবিত না হয়ে পারেন-ই না।





