ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

লাল-সবুজে রঙিন পুরো মেলবোর্ন

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৭, মার্চ ১৯, ২০১৫
লাল-সবুজে রঙিন পুরো মেলবোর্ন

ঢাকা: সোনার বাংলাদেশের লাল-সবুজ রঙ এখন রাঙিয়ে রেখেছে প্রশান্ত ও ভারত মহাসাগর বুকের দ্বীপরাষ্ট্র অস্ট্রেলিয়ার মেলবোর্নকে। পুরো মেলবোর্ন এখন লাল সবুজে মোড়ানো।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) গ্যালারি, গ্রাউন্ডের বাইরের প্রশস্ত সড়ক, পথ-ঘাট সবই হাসছে লাল-সবুজের রঙে।

উপলক্ষ? বিশ্বকাপে প্রথমবারের মতো স্বপ্নের কোয়ার্টার ফাইনালে খেলছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেমিফাইনালে পৌঁছাতে কোয়ার্টার ফাইনালে তাদের বাধা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এ ম্যাচের আগে থেকেই মেলবোর্নের রাস্তাজুড়ে গায়ে লাল-সবুজের পতাকা মোড়ানো টাইগার সমর্থকদের ঢল নামে। আর খেলা শুরু হওয়ার পর ভারতীয় সমর্থকদের সঙ্গে পাল্লা দিয়ে এমসিজির গ্যালারির একাংশ দখলে নিয়ে টাইগারদের অনুপ্রেরণা জানাতে থাকেন এই ক্রিকেট পাগলরা।

ধারাভাষ্যকাররা বলতে বাধ্য হচ্ছেন, গ্যালারি আর গ্যালারির বাইরে বাংলাদেশি সমর্থকরা যেভাবে দলের ক্রিকেটাররদের অনুপ্রেরণা যোগাচ্ছেন তাতে, এ দলের ক্রিকেটাররা উজ্জীবিত না হয়ে পারেন-ই না।










বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।