ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

ম্যাচে খানিক এগিয়ে বাংলাদেশ, মত হার্শা ভোগলের

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৫, মার্চ ১৯, ২০১৫
ম্যাচে খানিক এগিয়ে বাংলাদেশ, মত হার্শা ভোগলের ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপে ভারতের সঙ্গে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ এখনও খানিকটা এগিয়ে আছে বলে মনে করছেন ভারতীয় ক্রীড়া ধারাভাষ্যকার ও সাংবাদিক হার্শা ভোগলে।

তিনি বলছেন, আজ বাংলাদেশ খুব দারুণ খেলছে, পেসের দারুণ ব্যবহার করছে, ফিল্ডিংও আগ্রাসী।

যদি কিছু হয়, তবে ম্যাচ বাংলাদেশের দিকেই সামান্য ঝুঁকে আছে।

অপরদিকে, ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মনে করছেন, এই মাঠে ২৫০ রান লড়াকু স্কোর হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হওয়া এ ম্যাচে প্রতিবেদনটি লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩৮ ওভারে শিখর ধাওয়ান, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানের উইকেট খুইয়ে ১৮৪ রান। বাংলাদেশের হয়ে উইকেট তিনটি নিয়েছেন যথাক্রমে সাকিব আল হাসান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।