মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৯৫ হাজার দর্শক উপভোগ করছে বাংলাদেশ-ভারত ম্যাচ। খেলার প্রতি মুহূর্ত চলছে উত্তেজনায়।
এ গ্রাউন্ডে বিশ্বকাপে প্রথম এবং ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নিলেন রোহিত শর্মা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ম্যাচে ১০৮ বল মোকাবেলা করে রোহিত শর্মা এ সেঞ্চুরি তুলে নেন।
এ পর্যন্ত ১৩৩ ওয়ানডে’তে ৪ হাজার ৪৯ রান সংগ্রহ করেছেন। একদিনের আন্তর্জাতিক ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ ২৬৪ রানের রেকর্ডের মালিক রোহিত শর্মা। এছাড়াও তিনি ২৫টি অর্ধশতক করেছেন ১৩৩টি ইনিংসে।
এ বিশ্বকাপে গ্রুপ পর্বের ৬ ম্যাচে যথাক্রমে ১৫,০, ৫৭, ৭, ৬৪, ১৬ রান করে সংগ্রহ করেছেন।
ভারতীয়দের ব্যাটিংয়ে যেমন উত্তাপ ছড়াচ্ছে, তেমনি টাইগার বোলাররাও কম যাচ্ছেন না।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫