ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

ক্রিকেট

সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা রোহিত

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪০, মার্চ ১৯, ২০১৫
সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা রোহিত

বিশ্বমঞ্চে প্রথম সেঞ্চুরি করে দলকে জয় উপহার দিয়েছেন রোহিত শর্মা। বৃহস্পতিবার (১৯ মার্চ) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ১৩৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি।



রোহিতের সেঞ্চুরির ওপর ভর করে ভারত ৩০৩ রানের টার্গেট দেয় বাংলাদেশকে। জবাবে ব্যাট করতে নেমে ১৯৩ রানেই সব উইকেট হারায় বাংলাদেশ।

রোহিত শর্মার ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নিতে ১০৮ বল মোকাবেলা করে হয়েছে তাকে।

এ পর্যন্ত ১৩৪ ওয়ানডে’তে ৪ হাজার ১৮৬ রান সংগ্রহ করেছেন। একদিনের আন্তর্জাতিক ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ ২৬৪ রানের রেকর্ডের মালিকও রোহিত শর্মা। এছাড়াও তিনি ২৫টি অর্ধশতকও করেছেন।

এ বিশ্বকাপে যথাক্রমে ১৫,০, ৫৭, ৭, ৬৪, ১৬ ও ১৩৭ রান করে সংগ্রহ করেছেন রোহিত শর্মা।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।