ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

ক্রিকেট

আউট হয়েও ব্যাট করেছেন মিসবাহ!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৮, মার্চ ২০, ২০১৫
আউট হয়েও ব্যাট করেছেন মিসবাহ!

ঢাকা: বিশ্বকাপের এবারের আসরের তৃতীয় কোয়ার্টার ফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে পাকিস্তান। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক মিসবাহ-উল হক।



অজি দুই পেসার মিচেল স্টার্ক ও হেজেলউডের বোলিং তোপে মাত্র ৫.১ ওভারেই সাজঘরে ফেরেন পাকিস্তানি দুই ওপেনার।  

দলের হাল ধরতে তিন নম্বরে ব্যাট করতে নামেন অধিনায়ক মিসবাহ-উল হক। কিন্তু  হেজেলউডের পঞ্চম ওভারের তৃতীয় বলটি মিসবাহকে পরাস্ত করে লেগ স্ট্যাম্পে আঘাত হানে।

তবে সৌভাগ্যের বিষয় এই, হেজেলউডের ওই বল মিসবাহকে পরাস্ত করলেও স্ট্যাম্পের বেলকে পরাস্ত করতে পারেনি। বল আঘাতের পর স্ট্যাম্পের লাল বাতি জ্বলে উঠলেও উইকেটে আঘাত না করায় ‘লাইফ’ পান মিসবাহ। আর তাতেই আউট হয়েও ব্যাট চালিয়ে যান তিনি। ‍

অবশ্য শেষ পর্যন্ত ৩৪ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন ১৬২ ওডিআই খেলে কোনো শতক না পাওয়া মিসবাহ।

যদিও ওই ঘটনার সঙ্গে সঙ্গে অজি খেলোয়াড়রা বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন। একই সঙ্গে এলবিডব্লিউর জন্যও আবেদন করেন তারা।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।