ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়াটসনের ৩৩তম অর্ধশতক

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫
ওয়াটসনের ৩৩তম অর্ধশতক

ঢাকা: দলের বিপর্যয় সামলে একদিনের ক্রিকেট ক্যারিয়ারের ৩৩তম অর্ধশতক তুলে নিলে অজি ডানহাতি ব্যাটসম্যান শেন ওয়াটসন। তার এ অর্ধশতকে ছিল পাঁচটি চারের মার।



বিশ্বকাপের এবারের আসরে তৃতীয় কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিপক্ষে এ অর্ধশতক হাঁকান ওয়াটসন।

এদিকে, অর্ধশতকের পরই পাকিস্তানি পেসারদের ওপর তাণ্ডব শুরু করেন তিনি। এতে বোলার ওয়াহাব রিয়াজের সঙ্গে কিছুট‍া বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওয়াটসন।

১৪৩টি ওডিআই খেলা ওয়াটসনের ক্যারিয়ারে শতক রয়েছে ৯টি। সর্বোচ্চ স্কোর ১৮৫ রান।

২০০২ সালের ২৪ মার্চ সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওডিআইয়ে অভিষেক হয় ওয়াটসনের।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।