নারায়ণগঞ্জ: বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ বনাম ভারতের কোয়াটার ফাইনাল খেলায় দুই আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তাদের নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবাঞ্চিত ঘোষণা করেছে স্থানীয় একটি ক্রীড়া সংগঠন। অবাঞ্চিত ঘোষিত দুই আম্পায়ার হলেন- ইংল্যান্ডের ইয়ান গোল্ড ও পাকিস্তানের আলিম দার ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) অনুষ্ঠিত খেলায় বাংলাদেশের বিপক্ষে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে সমালোচনার তুঙ্গে আছেন আম্পায়ারদ্বয়। বিশ্ব গণমাধ্যমসহ খোদ ভারতসহ অনেক দেশের সাবেক ক্রিকেট বোদ্ধারাও তাদের বাজে সিদ্ধান্তের কড়া সমালোচনা করছেন।
আম্পায়ারদের বাজে সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার (২০ মার্চ) বিকেলে জাগ্রত সংসদ ভূইয়াপাড়া নারায়ণগঞ্জের সভাপতি রাগীব হাসান রণক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের অবাঞ্চিত করার এ ঘোষণা দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা বৃহস্পতিবারের খেলায় আম্পায়ারদের ভূমিকার তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে ওই খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করা ইয়ান গোল্ড ও আলিম দার কে নারায়ণগঞ্জের ঐতিহাসিক খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অবাঞ্চিত ঘোষণা করছি। এছাড়া, বিশ্বের সকল ক্রিকেটারের মতামত নিয়ে এ ম্যাচটি (বাংলাদেশ বনাম ভারত) যেন পুনরায় খেলার সুযোগ দেওয়া হয়, সে দাবি জানাই।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলর্বোন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে বাংলাদেশের কোয়াটার ফাইনাল খেলায় আম্পায়ার ইয়ান গোল্ড ও আলিম দার তিনটি বির্তকিত সিদ্ধান্ত দেন। এর জন্যই বাংলাদেশ দলকে ভারতের কাছে হারতে হয়েছে বলে মনে করছেন সারা বিশ্বের মতো বাংলাদেশের নারায়ণগঞ্জের ক্রিকেটপ্রেমীরাও।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫