ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট এখন বোল্টের

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট এখন বোল্টের

ঢাকা: বিশ্বকাপের এবারের আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এখন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। সাত ম্যাচে তার উইকেট শিকার এখন দাঁড়িয়েছে ১৯-এ।



শনিবার (২১ মার্চ) ওয়েলিংটনে বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত চার উইকেট নিয়ে অস্ট্রেলিয়ান স্পিডস্টার মিচেল স্টার্ককে ছাড়িয়ে গেছেন বোল্ট।

ছয় ম্যাচ খেলে ১৮ উইকেট নিয়ে তার পেছনে আছেন স্টার্ক। এছাড়া, ১৭ উইকেট করে নিয়ে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ সংগ্রাহক হিসেবে তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের জেরমি টেইলর ও ভারতের মোহাম্মদ সামি।

তবে, এক ইনিংসে এখনও বোল্টের সর্বোচ্চ উইকেট শিকার অস্ট্রেলিয়ার বিপক্ষেরটিই থাকছে। গ্রুপ পর্বে ২৮ ফেব্রুয়ারি নাটকীয় ম্যাচে অসিদের ৫ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। অবশ্য, এবারের বিশ্বকাপে এক ইনিংসে উইকেট শিকারী তারই সতীর্থ নিউজিল্যান্ডেরই টিম সাউদি। গ্রুপ পর্বে ২০ ফেব্রুয়ারি ৩৩ রানে ৭ উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।