ঢাকা: অনেক প্রাপ্তির বিশ্বকাপ মিশন শেষ করে রোববার সন্ধ্যায় দেশে ফিরছে বাংলাদেশ দল। এমিরেটস ইকে-৪৪১ ফ্লাইট যোগে অ্যাডিলেড থেকে বাংলাদেশের উদ্দেশে শনিবার রাতে রওয়ানা দিয়েছে ক্রিকেটাররা।
বিমানবন্দরে বাংলাদেশ দলকে স্বাগত জানাবেন দেশে অবস্থান করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সকল পরিচালকরা। বাংলাদেশ দলকে ফুল দিয়ে বরণ করে নেবেন পরিচালকবৃন্দ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ সম্পর্কে বাংলানিউজকে জানান, ‘বাংলাদেশ দলকে স্বাগত জানাতে সকল বোর্ড পরিচালকরাই থাকবেন। তবে পরিচালকদের অনেকেই দেশের বাইরে আছেন। দেশে যে কয়জন আছেন, সবাই-ই বিমানবন্দরে থাকবেন। ’
এদিকে বাংলাদেশ দলকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার এসোসিয়েশনের (বিসিসিএ) পক্ষ থেকে নেয়া হয়েছে বীর সেনাদের উঞ্চ শুভেচ্ছা জানানোর নানা প্রস্তুতি। বিকেল ৫টা থেকে হাজী ক্যাম্পের সামনের চত্বর থেকে কাওলা রেলগেট পর্যন্ত রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেবে তারা।
বাংলাদেশ ক্রিকেট ফ্যান ইউনিট (বিসিএফইউ) নামে নতুন একটি সংগঠনও বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানানোর জন্য প্রস্তুতি নিয়েছে। ফেসবুকে ক্যাম্পেইন চালিয়ে বিমানবন্দরে টাইগারভক্তদের একত্রিত করার চেষ্টা করছে সংগঠনটির কর্মীরা।
উল্লেখ্য, বিশ্বকাপ মিশনে গিযে প্রায় দুই মাস অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ছিল বাংলাদেশ দল। গত ২৪ জানুয়ারি অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছিল টাইগাররা। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন ভেন্যুতে কোয়ার্টার ফাইনালসহ মোট সাতটি ম্যাচ খেলে বাংলাদেশ দল।
কোয়ার্টার ফাইনালের লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিল মাশরাফিরা। সে লক্ষ্য পূরণ হওয়ায় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাতে ক্রিকেটপ্রেমীদের এতো প্রস্তুতি।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫