ঢাকা: বিশ্বকাপ মিশন শেষ করে বাংলাদেশ দলের দেশে আগমন উপলক্ষে বিমানবন্দরের সামনে হাজারো ক্রিকেটপ্রেমী ভীড় করেছেন। বিমানবন্দরের সামনে পুলিশবক্সের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কখনো বাংলাদেশ, কখনো রুবেল-রুবেল আওয়াজ তুলছেন টাইগারভক্তরা।
ক্রিকেটারদের শুভেচ্ছা জানানোর এই উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট সাপোর্টাস এসোসিয়েশন (বিসিএ্সএ)। এ উদ্যোগ প্রসঙ্গে সংগঠনটির প্রেসিডেন্ট জুনায়েদ পাইকার বাংলানিউজকে বলেন, ‘বাংলাদেশ দল বিশ্বকাপে খুবই ভালো খেলেছে। তাদের শুভেচ্ছা জানাতেই এ উদ্যোগ নেয়া। আমরা একটি খাতা এখানে রেখেছি। ক্রিকেট দলের প্রতি শুভেচ্ছাবার্তা লিখছেন সবাই। আমরা বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফির হাতে এটা পৌঁছে দিব। ’
বাংলাদেশ দলকে স্বাগত জানাতে বাংলাদেশ ক্রিকেট ফ্যান ইউনিট (বিসিএফইউ) নামে নতুন একটি সংগঠনের সদস্যরাও যোগ দিয়েছেন এখানে।
অনেক প্রাপ্তির বিশ্বকাপ মিশন শেষ করে আজ (রোববার) সন্ধ্যায় দেশে ফিরছে বাংলাদেশ দল। এমিরেটস ইকে-৪৪১ ফ্লাইট যোগে অ্যাডিলেড থেকে বাংলাদেশের উদ্দেশে শনিবার রাতে রওয়ানা দিয়েছে ক্রিকেটাররা। সেখান থেকে দুবাই হয়ে রোববার সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা মাশরাফি বাহিনীর।
বিমানবন্দরে বাংলাদেশ দলকে স্বাগত জানাবেন দেশে অবস্থান করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সকল পরিচালকরা। বাংলাদেশ দলকে ফুল দিয়ে বরণ করে নেবেন পরিচালকবৃন্দ।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ২২ মার্চ ২০১৫