ঢাকা: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত আর বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়া চলতি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে। আর এ ম্যাচকে নিয়ে ক্রিকেট বুকিরা মেতেছেন জুয়ার ব্যবসায়।
এক পরিসংখ্যানে তারা দেখায়, বুকিরা ভারতের পক্ষে ১ টাকায় জুয়ার দর ধরেছেন সর্বোচ্চ ছয় টাকা। অস্ট্রেলিয়ার দর উঠেছে ১ টাকায় ১.২০ টাকা। ওদিকে, প্রথম সেমিফাইনালের ম্যাচে দক্ষিণ আফ্রিকার দর ১:৩ টাকা, নিউজিল্যান্ডের ১:৪.৫০ টাকা।
দিল্লি পুলিশ আরও জানায়, শুধুমাত্র ভারতেই বুকিরা হাজার হাজার কোটি রুপি জুয়ার বাজিতে কাজে লাগাচ্ছেন। আর প্রথম সেমিফাইনালের থেকে তারা বেশি নজর রাখছে দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচে।
একজন বুকির বরাত দিয়ে পুলিশ কর্তৃপক্ষ জানায়, ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচে বাজির দর ধরা হয়েছে ৫০:৫২।
এর আগে বিভিন্ন অনুষ্ঠান, পার্টি এবং বাসা-বাড়িতে হানা দিয়ে বেশ কয়েক জন জুয়ারিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তাদের কাছ থেকে ল্যাপটপ, মুঠোফোন, ডাইরি, নগদ অর্থসহ জুয়ার কাজে ব্যবহৃত জিনিসপত্র পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ২৩ মার্চ ২০১৫