ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘অস্ট্রেলিয়া-ভারত সেমিতে রানের বন্যা বইবে’

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
‘অস্ট্রেলিয়া-ভারত সেমিতে রানের বন্যা বইবে’ ড্যারেন লেহম্যানের

ঢাকা: বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসরের দ্বিতীয় সেমিফাইনালে আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) অস্ট্রেলিয়া-ভারত মুখোমুখি হবে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ওই ম্যাচে রানের বন্যা বইবে, এমন বিশ্বাস অজি কোচ ড্যারেন লেহম্যানের।



এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ওয়েবসাইটে এক কলামে লেহম্যান লেখেন, আমার বিশ্বাস ম্যাচে যে পিচে খেলা হবে তা, গ্রুপ পর্বে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে ব্যবহৃত পিচের মতোই। এর ফলে ওই ম্যাচটি হবে হাই-স্কোরিং।

গত ৮ মার্চ গ্রুপ পর্বে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অজিদের মুখোমুখি হয় শ্রীলঙ্কা। ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৭২ রান করে অস্ট্রেলিয়া। ম্যাচ হারলেও স্কোরবোর্ডে ৩১২ রান যোগ করে শ্রীলঙ্কা।

এদিকে, পূর্ণ উদ্যম নিয়ে মাঠে উপস্থিত হয়ে দলকে সাপোর্ট দেওয়ার জন্য স্থানীয়দের আহ্বান ‍জানিয়েছেন লেহম্যান।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।