ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচসেরা এলিয়ট

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৯, মার্চ ২৪, ২০১৫
দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচসেরা এলিয়ট গ্রান্ট এলিয়ট

ঢাকা: শেষ মুহূর্তে ডেল স্টেইনের বলে ছক্কা হাঁকিয়ে নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে নিয়ে গেলেন গ্রান্ট এলিয়ট। শ্বাসরুদ্ধকর ম্যাচে এক বল হাতে রেখে চার উইকেটের জয় নিশ্চিত করে কিউইরা।



বৃষ্টি আইনে দুই দলই ৪৩ ওভার করে ব্যাটিংয়ের সুযোগ পায়। দক্ষিণ আফ্রিকা ২৮১ রান করলেও স্বাগতিকদের ২৯৮ রানের লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়। শেষদিকে ৩৮ ওভারের মাথায় মরকেলের বলে কোরি অ্যান্ডারসন(৫৮)আউট হলে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায় প্রোটিয়ারা। তবে, অপর প্রান্ত আগলে রাখেন এলিয়ট।

সৃস্টিকর্তা মনে হয় এলিয়টের পাশেই ছিল। নিশ্চিত রান আউট ও ক্যাচ আউট থেকে বেঁচে না গেলে ফাইনালে উঠার আনন্দে ভাসতে পারতেন ভিলিয়ার্স-আমলারা। শেষ পর্যন্ত ৭৩ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে সমর্থকদের উল্লাসে মাতান ৩৬ বছর বয়সী এলিয়ট।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘন্টা, মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ