ঢাকা: ২৬ মার্চ ঐতিহাসিক সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত। যদিও ঘরের মাঠে খেলার সুবাদে অনেকটা এগিয়ে থাকবে অজিরা তবে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করেন, শেষ চারের ম্যাচে খেলা হবে দু’দলের শক্তিমত্তা ও গুনাগুণের ওপর।
সিডনিতে এক সংবাদ সম্মেলনে ভন বলেন, ‘ দু’দলেরই সম্ভাবনা ভালো। তবে অধিনায়ক হিসেবে মাহেন্দ্র সিং ধোনিকে আমি এগিয়ে রাখবো। তার দলের হয়ে প্রচুর ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। তাছাড়া গত বিশ্বকাপেও ভারত তার অধীনে শিরোপা জিতেছে। ’ তিনি ধোনির প্রশংসা করে আরো বলেন, ‘ধোনি জানে কিভাবে বিশ্বকাপ জিততে হয় এবং সে সেভাবেই এগিয়ে যাচ্ছে। ’
বিশ্বকাপের আগে ভারতের খুবই নড়বড়ে অবস্থা থাকলেও আসর শুরু হবার পরই পুরোপুরি বদলে গেছে দলটি। সেমিফাইনালে যাওয়ার আগে ধোনিবাহিনী সাত ম্যাচের প্রত্যেকটি জিতেছে। এখন দেখার বিষয় শেষ চারের ম্যাচে অজিদের হারিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল নিশ্চিত করতে পারে কিনা টিম ইন্ডিয়া?
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫