ঢাকা: ২০১৫ বিশ্বকাপে ক্যামেরা বন্দি হয়েছে দারুণ একটি মুহূর্ত। যেখানে দেখা যায় আসেরের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচে মাটিতে পড়ে থাকা ডেল স্টেইনকে উঠাচ্ছেন কিউই ব্যাটসম্যান গ্র্যান্ট এলিয়ট।
এর আগে এই স্টেইনের বলেই ছক্কা হাঁকিয়ে নিউজিল্যান্ডকে প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনালে নিতে দুর্দান্ত ভূমিকা রাখেন এলিয়ট। কিউইরা ইনিংসের এক বল হাতে রেখে চার উইকেটের জয় পায়।
পরে ৭৩ বলে ৮৪ রানের ম্যাচ সেরা ইনিংস খেলা এলিয়ট জানান, তার স্টেইনের জন্য খারাপ লেগেছিল।
এলিয়ট বলেন, ‘আমি তার প্রতি দু;খিত। আর দ.আফ্রিকা ম্যাচটি হারায় কিছুটা খারাপ লাগছে। এটা আমাদের পক্ষেও হতে পারত। যদি আমরা ইনিংসের শেষ দুটি বল মিস করতাম। তবে স্টেডিয়ামের ৪০’হাজার দর্শকের সামনে আমি নিজের সেরাটাই খেলেছি। ’
দ.আফ্রিকায় জম্ন নেয়া এই ব্যাটসম্যান আরো বলেন, ‘আমাদের দুটি দলেরই আকাঙ্খা ছিল ফাইনাল। এটা আমাদের কাছে অনেক কিছু। দুটি দলই এর আগে কখনো ফাইনালে খেলেনি। এবং তারা যা চেয়েছি আমরাও তাই চেয়েছিলাম। ’
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টৰ মার্চ ২৫, ২০১৫