ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

ক্রিকেট

টিকিটের দাম আকাশ ছোঁয়া!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, মার্চ ২৫, ২০১৫
টিকিটের দাম আকাশ ছোঁয়া!

ঢাকা: চলতি বিশ্বকাপের আর মাত্র দু’টি ম্যাচ বাকি। একটি হলো ২৬ মার্চের দ্বিতীয় সেমিফাইনাল এবং অন্যটি হলো ২৯ মার্চের ফাইনাল।

দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবং স্বাগতিক অস্ট্রেলিয়া।

আর হাইভোল্টেজ এ ম্যাচের দিকেই এখন নজর পুরো ক্রিকেট বিশ্বের। তবে, কিছু ক্রিকেট পাগলদের নজর ম্যাচটির টিকিটের দিকে। ইতোমধ্যেই টিকিট বিক্রি সম্পন্ন হয়ে গেলেও যারা এ ম্যাচটি মাঠে বসে উপভোগ করবেন না তারা পাচ্ছেন আকাশ ছোঁয়া মূল্য।

গত নভেম্বরে যারা ২৬ মার্চ ম্যাচের টিকিট ক্রয় করেছেন, তারা সে সময় ভাবেননি এ ম্যাচটি হতে যাচ্ছে হাইভোল্টেজ একটি ম্যাচ। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড আর দ. আফ্রিকার মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ক্রিকেট পাগলরা দ্বিতীয় সেমিফাইনালের টিকিট পেতে হন্য হয়ে ঘুরছেন অতিরিক্ত টিকিট যাদের রয়েছে তাদের দুয়ারে।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডের দর্শক ধারণক্ষমতা ৪৪ হাজার। ক্রিকেট বোদ্ধাদের মতে, দ্বিতীয় সেমিফাইনালে কানায়-কানায় ভরে উঠবে স্টেডিয়ামের গ্যালারি।

অস্ট্রেলিয়ান বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা যায়, যারা একটি টিকিটি ৯০ ইউএস ডলারে টিকিট কিনেছেন, তারাই এখন টিকিটি প্রতি এক হাজার থেকে দেড় হাজার ইউএস ডলার দাম হাঁকাচ্ছেন। আর সেসব টিকিট লুফে নিচ্ছে ক্রিকেটপ্রেমীরা। আরও জানা যায়, এসব ক্রিকেট পাগলদের মধ্যে ভারতীয়রাই এগিয়ে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ২৫ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।