ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

ক্রিকেট

ফাইনালই ভেট্টরির শেষ ম্যাচ!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৫, মার্চ ২৫, ২০১৫
ফাইনালই ভেট্টরির শেষ ম্যাচ!

ঢাকা: এগারোতম বিশ্বকাপের সহ-আয়োজক দেশ নিউজিল্যান্ডের তারকা স্পিনার ড্যানিয়েল ভেট্টরি নিজ দেশের মাটিতে শেষ ম্যাচ খেলেছেন বলে জানালেন দলটির অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ভেট্টরি নিজেও মনে করেন, আসন্ন ফাইনাল ম্যাচটিই হবে তার শেষ ম্যাচ।



বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের অকল্যান্ডে দ. আফ্রিকার বিপক্ষে মাঠে নামে স্বাগতিকরা। সে ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ম্যাককালাম-ভেট্টরিরা।

এ প্রসঙ্গে ভেট্টরি বলেন, সম্ভবত আমি দেশের মাটিতে শেষ ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছি। আর অবসর নিয়ে এখনই মাথা ঘামাতে চাই না। এখন আমার ভাবনা জুড়ে শুধুই ফাইনাল ম্যাচ। হতেও পারে সেটি আমার শেষ ওয়ানডে ম্যাচ।

মাত্র ১৮ বছর বয়সে নিউজিল্যান্ডের জাতীয় দলে অভিষেক ঘটে ভেট্টরির। ১৯৯৭ সালে ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক ঘটে তার। এরপর থেকে তিনি দেশের জার্সি গায়ে খেলেছেন সর্বোচ্চ ম্যাচ। ওয়ানডে খেলেছেন ২৯৪টি, টেস্ট খেলেছেন ১১৩টি আর টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৪টি। তিন ক্যাটাগরিতে তিনি পেয়েছেন মোট ৭০৫টি উইকেট।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ২৫ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।