ঢাকা: এগারোতম বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নেমেছেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। আর ভারতের হয়ে বোলিং সূচনা করতে আসেন মোহাম্মদ সামি।
বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও গতবারের চ্যাম্পিয়ন ভারত। টস জিতে এ ম্যাচে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) এ ম্যাচের জয়ী দল ২৯ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে।
অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত ৪২ ম্যাচের মধ্যে ভারত জিতেছে মাত্র ১০টিতে। অস্ট্রেলিয়ার জয় ৩০ ম্যাচে। ফল আসেনি দুই ম্যাচে। আর সেমিফাইনাল ম্যাচের ভেন্যু এসসিজি’তে ভারতের জয় যেন ‘অমাবর্ষার চাঁদ’। এ মাঠে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-ভারত ১৩টি ম্যাচের মধ্যে মাত্র একবার জিতেছে ভারত! তাও ৭ বছর আগে।
ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডেতে মোট ১১৭ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৬৭ বার জিতেছে অজিরা। ভারতীয়দের জয় ৪০ ম্যাচে। ফলাফল আসেনি ১০ ম্যাচে।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারণ ফিঞ্চ, স্টিভেন স্মিথ, মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, ব্র্যাড হাডিন, জেমস ফকনার, মিচেল জনসন, মাইকেল স্টার্ক ও জোশ হাজলেউড।
ভারত একাদশ: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহিত শর্মা, মোহাম্মদ সামি ও উমেশ যাদব।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ২৬ মার্চ ২০১৫