ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধোনিদের বাড়িতে নিরাপত্তা জোরদার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
ধোনিদের বাড়িতে নিরাপত্তা জোরদার

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজে ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হারের পর প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। সেই পরাজয়ের প্রতিক্রিয়া হাড়ে হাড়ে টের পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা।

তাদের বাড়িঘরে ছোঁড়া হয়েছিল ইট-পাটকেল-ঢিল। কারও কারও বাড়িতে আগুন ধরানোরও খবর এসেছিল। দেশে ফেরার পর অনেক ক্রিকেটার বেশ কিছু দিন প্রকাশ্যে আসেননি, কেউ চলা ফেরা করলেও ছদ্মবেশেই করেছিলেন বলেও সেসময় খবর ছড়িয়েছিল। সেই তিক্ত অভিজ্ঞতা লব্ধ ভারত এবারের বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনকভাবে হেরেছে। তাই, এবার বেশ সতর্ক স্থানীয় প্রশাসন। একইধরনের প্রতিক্রিয়া থেকে খেলোয়াড়দের বাড়িঘর রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, অসিদের কাছে ৯৫ রানের লজ্জাজনক পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিসহ তার দলের খেলোয়াড়দের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। খেলার ফলাফল পরবর্তী অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সিডনি ক্রিকেট গ্রাউন্ডের এ ম্যাচে ৩২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে দলের হয়ে ধোনি সর্বোচ্চ ৬৫ রান করেছেন। কিন্তু দলের অন্য ব্যাটিসম্যানদের চরম ব্যর্থতায় পরাজয় এড়াতে পারেনি কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে তুমুল বিতর্কিত জয় পাওয়া ভারত।

বিশ্বচ্যাম্পিয়নদের এ শোচনীয় পরাজয়ে বরাবরের মতো খেলোয়াড়দের বাড়িঘরে ইট-পাটকেল-ঢিল ছোঁড়াছুঁড়ি শুরু হয়ে যেতে পারে এমন আশঙ্কা থেকেই ধোনিসহ দলের অন্য খেলোয়াড়দের বাড়িঘরে নিরাপত্তা জোরদার ক‍রা হয়েছে বলে স্বীকারও করছে সংশ্লিষ্ট প্রশাসন।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত ছবিতে দেখা যায়, ধোনির রাঁচির বাড়িতে নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের খবর আসছে বিরাট কোহলি, সুরেশ রায়নাসহ অন্য খেলোয়াড়দের বাসভবন থেকেও।

প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে, ম্যাচে লজ্জাজনক হার পরবর্তী অপ্রীতিকর প্রতিক্রিয়া সামলাতে এ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।