ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

আনুশকার পাশে সৌরভ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০১, মার্চ ২৭, ২০১৫
আনুশকার পাশে সৌরভ সৌরভ গাঙ্গুলী ও আনুশকা শর্মা

ঢাকা: সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৯৫ রানের পরাজয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। ভক্তদের ব্যক্তিগত আঘাত থেকেও বাদ যায়নি ভারতীয় ক্রিকেটাররা।



তবে ভক্তদের সবচেয়ে বড় ক্ষোভের জায়গাটা বুঝি বিরাট কোহলি। আর বিরাট কোহলি মানেই চলে আসে আনুশকা প্রসঙ্গ। ম্যাচ হার ও কোহলির বাজে পারফরম্যান্সের কারণ হিসেবে মাঠে আনুশকার উপস্থিতিকে দায়ী করে সামাজিক মাধ্যমগুলোতে টুইট করছেন ভক্তরা।

মাঠে আনুশকার উপস্থিতিই কোহলির দুর্বল পারফরম্যান্সের কারণ, ভক্তদের এমন হাজারো টুইটের পর এর জবাব দিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

তিনি বলেন, মানুষের এ ধরনের মনোভাব মোটেও কাম্য নয়। এতে আনুশকার দোষ কী? সে কী করেছে? অন্য খেলোয়াড়দের পরিবারের সদস্যদের মতো সেও মাঠে খেলা দেখতে গিয়েছে। কোহলির পারফরম্যান্সের জন্য তাকে দোষারোপ করা উচিত নয়, বলেন সৌরভ।

দু’জন যখন একে অপরকে ভালোবাসে, তাতে দোষের কী, যোগ করেন সৌরভ।

ভারতীয় ক্রিকেট দলের কিছু দুর্বলতা রয়েছে উল্লেখ করে গাঙ্গুলী বলেন, ২০১৯ বিশ্বকাপের আগে দুর্বলতাগুলো ঠিক করতে কাজ করতে হবে।

বিশ্বকাপে কয়েকজন খেলোয়াড়ের দুর্বল পারফরম্যান্সের কথা উল্লেখ করে সৌরভ বলেন, আমি মনে করি পেসার হিসেবে মোহিত শর্মা উমেশ যাদব বা মোহাম্মদ সামির মানের নন। এছাড়া টেল এন্ডারে রবিন্দ্র জাদেজা ভালো করতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ