ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

কিউইদেরই এগিয়ে রাখছেন ফ্লেমিং

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫১, মার্চ ২৮, ২০১৫
কিউইদেরই এগিয়ে রাখছেন ফ্লেমিং ছবি : সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার এবং অধিনায়ক স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, রোববারের ফাইনালে কিউইরাই এগিয়ে। অস্ট্রেলিয়া দলটির চেয়ে নিউজিল্যান্ড একটি ব্যালান্সড দল হিসেবেই এ আসরে খেলছে বলেও মনে করেন তিনি।



ফ্লেমিং বলেন, ক্রিকেট দুনিয়ায় এখন একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। কে জিতবে এগারোতম বিশ্বকাপের শিরোপা? আমি মনে করি, ব্রেন্ডন ম্যাককালামের দলটিই জিতবে এ শিরোপা। ফেভারিট অস্ট্রেলিয়াকে তারা একটি দল হিসেবে খেলেই হারিয়ে দেবে বলে আমার বিশ্বাস।

ফ্লেমিং আইসিসির একটি কলামে লিখেন, একজন কিউই বলেই আমি এমনটি মনে করছি না। অজিরা তাদের চেনা পরিবেশে, নিজ দেশের সমর্থকদের পাশে নিয়ে খেলবে। ব্লাকক্যাপসদের থেকে তারা একটু এগিয়েই থাকবে, এটা নিশ্চিত। কিন্তু মাঠের খেলায় নিউজিল্যান্ডের এগিয়ে থাকার সম্ভাবনা বেশি।

তিনি আরও লিখেন, মেলবোর্ন অজিদের ঘরের মাঠ হলেও এ মাঠে ব্রেন্ডন ম্যাককালাম, গ্রান্ট ইলিয়ট, মার্টিন গাপটিল, টিম সাউদি, রস টেইলর আর ড্যানিয়েল ভেট্টরিরা খেলেছে। এখানের দর্শক আর কন্ডিশন তাদের বেশ ভালো করেই জানা আছে। তাই আমার মনে হয়না অজিদের থেকে ম্যাককালাম বাহিনী খুব একটা পিছিয়ে থাকবে।

কলামে ফ্লেমিং আরও যোগ করেন, আমার মনে হয় মিচেল স্টার্ক এবং জস হ্যাজেলউডের প্রতিপক্ষ হিসেবে কিউইদের ব্যাটিং স্তম্ভ হিসেবে থাকবেন ব্রেন্ডন ম্যাককালাম। আর ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চকে সামলাবেন ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদি।

উল্লেখ্য, বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়াকে অকল্যান্ডের মাঠে এক উইকেটে হারিয়েছিল স্বাগতিক নিউজিল্যান্ড। লো স্কোরিং ম্যাচে আগে ব্যাট করা অস্ট্রেলিয়াকে ১৫১ রানেই গুটিয়ে দেয় নিউজিল্যান্ড। সহজ রান তাড়া করতে নেমেও ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ২৮ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ