দুর্দান্ত দাপটের সঙ্গে সদ্য শেষ করা বিশ্বকাপ মিশনে সবার নজর কেড়েছে বাংলাদেশ দলের পারফরম্যান্স। আর বাংলাদেশ দলের তরুণ ব্যাটসম্যানদের মধ্যে সৌম্য সরকারের ব্যাটিংও নজর কেড়েছে সবার।
গত রোববার (২২ মার্চ) বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। জাতীয় দলের উদীয়মান ব্যাটসম্যান সৌম্য সরকার ঢাকায় একদিন কাটিয়েই মঙ্গলবার ছুটে যান দেশের বাড়ি সাতক্ষীরায়।
সেখানে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটাচ্ছেন। অনেক সুন্দর সময় কাটছে তার। শনিবার মুঠোফোনে এ উদীয়মান ক্রিকেটারের কথা হয় বাংলানিউজের সঙ্গে। জানালেন বাংলাদেশ দল, নিজের ক্যারিয়ার এবং ২০১৯ বিশ্বকাপ ক্রিকেট নিয়ে তার স্বপ্নের কথা।
নিচে তার সঙ্গে কথোপকোথনের চুম্বক অংশ তুলে ধরা হল...
বাংলানিউজ: এ বছর বাংলাদেশের অনেকগুলো সিরিজ/ম্যাচ রয়েছে। এ নিয়ে ভাবনা কি?
সৌম্য সরকার: আসলে অল্প কিছুদিন হলো ছুটিতে এসেছি। এখনো পরিকল্পনা সাজাইনি। তবে ভালো ক্রিকেট খেলার লক্ষ্য সবসময়ই থাকে।
বাংলানিউজ: ২০১৯ বিশ্বকাপ নিয়ে সৌম্যের ভাবনা?
সৌম্য: প্রথম লক্ষ্য ফিটনেস ঠিক ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে দলে নিজেকে পাকাপোক্ত করা। ২০১৯ বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াডে থাকতে হবে। বড় মানের ক্রিকেটার হয়েই পরের বিশ্বকাপে নামতে চাই।
বাংলানিউজ: সৌম্যের স্বপ্ন?
সৌম্য সরকার: স্বপ তো অনেক বড়। চেষ্টা করবো যখনই খেলি নিজের সেরাটা দেওয়ার জন্য। দেশকে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করবো সবসময়।
বাংলানিউজ: ২০১৫ বিশ্বকাপ নিয়ে অভিজ্ঞতা?
সৌম্য সরকার: খুব ভালো লেগেছে বিশ্বকাপে খেলতে পারে। আমার প্রথম বিশ্বকাপ। প্রায় দুই মাসের ট্যুর-সবমিলিয়ে ভালো সময় কাটিয়েছি।
বাংলানিউজ: নিজের ব্যাটিং নিয়ে?
সৌম্য: ব্যাটিং নিয়ে আমি সন্তুষ্ট। তবে ভবিষ্যতে আরও ভাল করতে চাই এবং দলের জয়ে অবদান রাখতে চাই।
বাংলানিউজ: আপনি দলের তিন নম্বর ব্যাটসম্যান। তো আপনার কাছে টিম ম্যানেজমেন্টের কোনো চাওয়া ছিল?
সৌম্য: আমি ন্যাচারাল খেলাই খেলেছি। দল আমাকে কিছু চাপিয়ে দেয়নি। আমি আমার স্বাভাবিক খেলাই খেলেছি।
বাংলানিউজ: বিশ্বকাপ ফাইনালে কে জিতবে?
সৌম্য: ব্যাটে-বলে যারাই ভাল করবে তারাই জয় পাবে।
সবশেষে বাংলাদেশ দলের জন্য এবং তার নিজের জন্য সবার দোয়া চেয়েছেন সৌম্য।
বাংলাদেশ সময়: ০৭৩৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫