ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিবি থেকে ক্ষতিপূরণ পাচ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
বিসিবি থেকে ক্ষতিপূরণ পাচ্ছে পাকিস্তান ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১২ সালে পাকিস্তানে দুটি সফর বাতিল করায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কে ক্ষতিপূরণ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৩ এপ্রিল পাকিস্তান পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসার আগে এমনটি জানালেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।



এর আগে নিরাপত্তা জনিত কারণে দুটি সফর বাতিল করেছিল বিসিবি। তাই আসছে বাংলাদেশ সফরে পাকিস্তান নিজেদের হোম সিরিজ দাবী করেছিল। আর এই সিরিজে আয়ের ৫০ শতাংশ চেয়েছিল তারা। তবে এ ব্যাপারে বাংলাদেশ রাজী হয়নি। তাই ক্ষতি পূরণের মাধ্যমে ব্যাপারটি নিশ্পত্তি করছে বাংলাদেশ।

পরে পাপন সাংবাদিকদের বলেন, ‘পাকিস্তান প্রথমে এই সিরিজের আয়ের ৫০ শতাংশ চেয়েছিল। তবে আমি বলেছি এটা আমাদের হোম সিরিজ। কিন্তু আমরা তাদের সেই দুটি সফরের ক্ষতিপূরণ দিচ্ছি। এই ক্ষতিপূরণের পরিমাণ এক লাখ থেকে তিন লাখ ডলার হতে পারে। আর তাদের সঙ্গে আমাদের আর কোন শর্ত নেই। ’

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।